হোম > বিনোদন

নায়িকা পপির কথার জবাব দিলেন দুলাভাই ওমর সানী

স্টাফ রিপোর্টার

ওমর সানী-পপি

দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গনে নেই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সিনে পাড়ার কারো সঙ্গে নেই যোগাযোগ। এতে একসময় কানাঘুষা শুরু হয় বিয়ে করে সংসারী হয়েছেন পপি।

অবশ্য পরে সেই গুঞ্জন সত্যি হয়। গত ফেব্রুয়ারি মাসে আড়াল ভেঙে প্রকাশ্যে আসেন তিনি। জানান, অনেক দিন আগেই বিয়ে করেছেন। এক পুত্রসন্তানেরও মা হয়েছেন। আসলে পপির এ আড়াল ভাঙার কারণ ছিল ব্যক্তিগত। জমিজমা নিয়ে স্বজনদের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এ সময় আর অভিনয় করবেন না বলেও জানান তিনি।

‘সিনেমার জন্যই তার অনেক বদনাম হয়েছে’- এমন মন্তব্যও তখন করেন পপি। তাই সিনেমায় আর অভিনয় করতে চান না। স্বামী-সন্তান নিয়েই থাকতে চান। সম্প্রতি পপির ওই মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিত্রনায়ক ওমর সানী।

পপির এ মন্তব্য প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, পপির এ ধরনের কথা বলা উচিত নয়। এ মন্তব্যের জন্য আমি তাকে স্টুপিড (বোকা) বলবো। আমি ওর দুলাভাই, আমার ওকে শাসন করার অধিকার আছে। এভাবে যদি বলে থাকে তাহলে আমি বলবো, পপি নিজেকেই ছোট করেছে।’

তিনি আরও বলেন, ‘পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে যে সিনেমা নিয়ে এসব কথা বলবে। নায়িকা না হলে তাকে কে চিনতো? সে সিনেমাকে ছোট করেছে। আমি তাকে বলবো এসব আবেগি, ফাজলামো কথা না বলতে।’

গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে এসে কয়েক দফা সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন পপি। ব্যক্তিগত বিষয় নিয়ে কয়েকবার প্রকাশ্যে আসেন। পরে আবারো অন্তরালে চলে যান। মার্চ মাস থেকেই ফের যোগাযোগ বন্ধ করে দেন তিনি। পপির কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা।

প্রসঙ্গত, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ দিয়ে সিনেমায় পা রাখলেও পপির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি।

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’