পারিবারিক সম্পর্ক, আবেগ, অভিমান, ভুল আর ভালোবাসার গল্পে নির্মিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘সম্পর্কের গল্প’ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা তুলেছে। নির্মাতা জানিয়েছেন, গত ১০ জানুয়ারি ‘সিনেমাওয়ালা ইউটিউব’ চ্যানেলে নাটকটি প্রচার হয়েছে। নাটকটি ৩ কোটি ৭৫ লাখের বেশি দর্শক দেখেছেন। নাটকটি নিয়ে ইউটিউবে ২৭ হাজারের বেশি দর্শক মন্তব্য করেছেন; এমন ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে উচ্ছ্বসিত পরিচালক রাজ।
নাটকটি নিয়ে ফেসবুকে বাংলা নাটককেন্দ্রিক বিভিন্ন গ্রুপ ও পেজে অনেকে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। ‘বাংলা নাটক’ গ্রুপে লাবণ্য আক্তার জেনি নামের একজন লিখেছেন, ‘শেষ ২০ মিনিট এত আবেগপ্রবণ ছিল যে, চোখের কোণে জল আসতে বাধ্য। ‘সম্পর্কের গল্প’র হাহাকার করা কিছু দৃশ্য যেন হৃদস্পন্দন থামিয়ে দিল।’
মেহেদী নামের এক দর্শক লিখেছেন, ‘বর্তমান সময়ের নাটকের যে নাজেহাল অবস্থা, কিন্তু এই নাটকটি একদম ব্যতিক্রম, নেই কোনো অশ্লীলতা, নেই বস্তাপচা কোনো গল্প, এক কথায় অসাধারণ। মোস্তফা কামাল রাজের (তোমাদের গল্প) এবং এই নাটকটা অনবদ্য সৃষ্টি।’
জিনিয়া ইসলাম নামের আরেক দর্শক লিখেছেন, ‘মোস্তফা কামাল রাজ অসাধারণ নাটক তৈরি করেন এটা সবাই জানেন। কিন্তু ‘সম্পর্কের গল্প’ নাটকটি যারা দেখেছেন তারা মনিরা মিঠুর মেয়ের জন্য আকুলতা দেখে কাঁদেনি এমন হয়তো কেউ নেই। এক কথায় অসাধারণ। একজন মা তার মেয়েকে আদর-ভালোবাসা দিতে না পারার যে তীব্র কষ্ট সেটা মনিরা আপা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যা শুধু একজন মা-ই পারেন। সন্তানের প্রতি ভালোবাসা এমনই হয়।’
দর্শকের এমন ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত মনিরা মিঠু। তিনি বলেন, ‘সম্পর্কের গল্প’ রিলিজের পর যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, এতে আমি রীতিমতো ভয় পাচ্ছি। মনে হচ্ছে, আগামীতে এর চেয়ে ভালো অভিনয় করতে পারব তো? সত্যিই দর্শকদের এই ভালোবাসা আমার ভেতরটা কেঁপে উঠছে। এই ভালোবাসা আমাকে হতবাক করছে।
প্রায় দুই ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকটিতে সম্পর্কের জটিলতা ও আবেগের সূক্ষ্ম অনুভূতিকে অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে বলে ভাষ্য দর্শকদের। মা ও মেয়ের সম্পর্ক গল্পের মূল বিষয়। যেখানে মায়ের অনুপস্থিতি থেকেও তৈরি হয় গভীর প্রভাব। মায়ের খোঁজে মেয়ের আসা এবং জন্মের পর থেকে মাকে না পাওয়ার অভিমান আর ভালোবাসার জটিল বিষয় নিয়ে এগিয়েছে গল্প।
‘সম্পর্কের গল্প’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজু। এই নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এতে একটি গান রয়েছে। আরফিন রুমি গানটি গেয়েছেন, সুরও করেছেন তিনি নিজেই। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন খেয়া। গানের কথা লিখেছেন তারিক তুহিন। প্রায় এক বছর ধরে ‘পারিবারিক গল্প’ নিয়ে কাজ করছেন পরিচালক রাজ। তার পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের প্রতিটি পর্বই দর্শকদের কাছে সাড়া পেয়েছে।