সংগীত জগতের নন্দিত শিল্পী দিঠি আনোয়ার দীর্ঘ পাঁচ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর ১২ ডিসেম্বর দেশে ফিরছেন। চলতি বছরের জুলাইয়ে তিনি আমেরিকা যান। সেখানে থাকাকালীন দেশ ও মানুষের সান্নিধ্য আর মিডিয়া অঙ্গন ভীষণভাবে মিস করেছেন বলে জানান। দেশে ফিরে তিনি প্রথমেই মনোযোগ দিতে চান তার বাবা কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে পরিকল্পিত ইউটিউব চ্যানেলের কাজে।
দিঠি জানান, তিনি এ চ্যানেলের মাধ্যমে তার বাবার জীবন, কাজ ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চান। চ্যানেলে থাকবে গাজী মাজহারুল আনোয়ারের সাক্ষাৎকার, তার লেখা গান, নানা অনুষ্ঠান ও বিভিন্ন মানুষের স্মৃতিচারণ। ফেরার পর দিঠি বাবার লেখা কিছু অপ্রকাশিত মৌলিক গানের মিউজিক ভিডিওর কাজেও যুক্ত হবেন। এসব গানে তিনি নিজে কণ্ঠ দিয়েছেন, পাশাপাশি কণ্ঠ দিয়েছেন অপু আমানও। সেই সঙ্গে তিনি দেশ টিভি, এনটিভি ও এশিয়ান টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।
প্রতি বছরের মতো এবারো গুলশানে তার বাসায় আয়োজন করা হবে উইন্টার গার্ডেন পার্টি। তবে দিঠির ভাষায়, এবারের আয়োজন হবে আরো বর্ণাঢ্য। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে নিয়মিত যাওয়া-আসার অভিজ্ঞতা তার। সেখানে থাকার কারণে এক সময় তার গানে ১০ বছরের বিরতি আসে। পরে ২০১৩ সালে আবারো গানে সক্রিয় হন দিঠি আনোয়ার।