হোম > বিনোদন

পাকিস্তানি তারকাদের নিয়ে হইচই ভারতে

বিনোদন রিপোর্টার

ভারত ও পাকিস্তানের সম্পর্ক বেশ জটিল এবং ঐতিহাসিক নানা ঘটনার কারণে বৈরিতাপূর্ণ। গত এক মাসে নতুন করে খারাপ হয়েছে ভারত-পাক সম্পর্ক। তার জেরে ভারতে নিষেধাজ্ঞার দাবি উঠেছে পাকিস্তানের শিল্পীদের উপর।

পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। তারই ধারাবাহিকতায় পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ ঘোষণা করা হয় এ দেশে। এমনকি তাঁদের সমাজমাধ্যমও নিষিদ্ধ করা হয়। হানিয়া আমির, আতিফ আসলাম, মাহিরা খান, ফওয়াদ খান, মাওরা হোসেনের মতো তারকাদের আর দেখতে পাচ্ছিলেন না ভারতের অনুরাগীরা।

তবে, ১ জুলাই হঠাৎ করেই পাক-অভিনেত্রী মাওরা হোসেনের সমাজমাধ্যম ফের দেখতে পাচছিলেন ভারতের অনুসরণকারীর। অথচ, নিষেধাজ্ঞা উঠে গিয়েছে কিনা, তা জানা যায়নি। ইনস্টাগ্রাম বা কেন্দ্র সরকারের তরফ থেকেও ছিল না কোন ঘোষণা। এর পরই মোড় ঘোরে। নতুন করে নিষিদ্ধ করে দেওয়া হয় পাক-তারকা ও তাঁদের সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলি।

৩ জুলাই ফের নিষিদ্ধ হয় মাওরা, উমনার মতো তারকাদের পাতা। সমাজমাধ্যমের তরফে বিশেষ বার্তায় জানিয়ে দেওয়া হয় ‘এই পাতাগুলি বন্ধ রাখার আইনি কারণ রয়েছে।’

এ দিকে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসসিয়েশন’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবি করেছে পাকিস্তানি তারকাদের যেন সারাজীবনের মতো নিষিদ্ধ করা হয়। জুলাই মাসের শুরু থেকেই মাওরার সমাজমাধ্যমের পাতা কেন দেখা গেল ভারতে? অনেকেই দাবি করেছেন যান্ত্রিক গোলযোগের কারণে ওই পাতা দেখা গিয়েছে।

২০১৬ সালে বলিউডে ‘সনম তেরি কসম’ ছবিতে অভিনয় করে ভারতীয় দর্শকদের মন জয় করেছিলেন পাক অভিনেত্রী মাওরা। কিন্তু পহেলগাঁও কাণ্ড এবং ‘অপরেশন সিঁদুর’-এর পর সে দেশের তারকারা ভারত বিরোধী মন্তব্য করায় সম্পর্কের অবনতি হয়। তার পরই ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসসিয়েশন’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করে যাতে পাক অভিনেতা-অভিনেত্রীদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলি পুরোপুরি এ দেশে নিষিদ্ধ করা হয়।

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’