হোম > বিনোদন

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

শিল্পকলায় মাসব্যাপী যাত্রাপালা উৎসবের সমাপনী

বিনোদন রিপোর্টার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর ২০২৫, শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোকপালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

আগামীকাল ২১ জানুয়ারি, সন্ধ্যা ৬:৩০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মোহাম্মদপুর মাগুরার ‘উর্মি অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’। পালাটির পালাকার হিসেবে রয়েছেন নির্মল মুখোপাধ্যায় এবং পরিচালনায় থাকবেন শামীম খন্দকার।

আগামী ২২ জানুয়ারি, বৃহস্পতিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিরামপুর দিনাজপুরের ‘তিষা অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘ডাইনী বধূ’।

আগামী ২৩ জানুয়ারি, শুক্রবার আয়োজন করা হয়েছে মাসব্যাপী যাত্রাপালার সমাপনী অনুষ্ঠানের। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বেলা ২টায় যাত্রা শিল্পীদের অংশগ্রহণে নগর পরিভ্রমণ-এর আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন দলের যাত্রা শিল্পীরা তাদের অভিনীত নানা চরিত্রের পোশাক পরিধান করে সংলাপ উচ্চারণ করবেন এবং বিশাল যন্ত্রীদল বাদ্য-গীতসহ এই নগর পরিভ্রমণকে আনন্দময় করে তুলবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দোয়েল চত্বর-শাহবাগ হয়ে আবারো শিল্পকলায় এসে শেষ হবে এই নগর পরিভ্রমণ।

সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করবে ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। যাত্রাপালাটির পালাকার এম এ মজিদ এবং পরিচালনায় তানভীর নাহিদ খান।

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’

মানসিক ভারসাম্যহীন নারী চরিত্রে কেয়া পায়েল