হোম > বিনোদন

আগামীকাল শুরু হচ্ছে টিটুর একক চিত্র প্রদর্শনী

বিনোদন রিপোর্টার

আগামীকাল, ৯ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হতে যাচ্ছে চিত্রশিল্পী আবু সালেহ টিটুর চতুর্থ একক চিত্র প্রদর্শনী। তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মি. হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পকলা সমালোচক অধ্যাপক মইনুদ্দিন খালেদ এবং বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক মোরশেদ শফিউল হাসান।

প্রদর্শনীতে শিল্পীর এক্রিলিক মাধ্যমে আঁকা মোট ৩২টি চিত্রকর্ম স্থান পাবে। প্রতিটি চিত্রে সমাজ, প্রকৃতি ও মানব চেতনার নানা দিক তুলে ধরেছেন শিল্পী আবু সালেহ টিটু। চিত্র প্রেমীদের জন্য প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

শিল্পসমালোচকদের মতে, টিটুর চিত্রকর্মে বাস্তবতার সঙ্গে বিমূর্ত ভাবনার সংমিশ্রণ এক অনন্য নান্দনিকতা সৃষ্টি করেছে, যা তরুণ প্রজন্মের চিত্রশিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।

তার আঁকা ছবিগুলো বঙ্গভবন, ঢাকা সেনানিবাসের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যালয় এবং বিশ্বের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত বাড়িতে শোভা পাচ্ছে। ২০১৫ সালে, বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ টিটুর কাছ থেকে একটি চিত্রকর্ম নিয়েছিলেন, যা তার জন্য সম্মানের ছিল।

মৃত্যুর পর মুক্তি পেল জেমস সুমনের গান

তিন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিয়ে সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

সৌদি আরবের সিনেমা উৎসবে আলো ছড়ালেন ঐশ্বরিয়া

১১১ সিনেমা নিয়ে সৌদির চলচ্চিত্র উৎসব শুরু

রাক্ষস’ সিয়ামকে দেখা যাবে ঈদে

দ্বীনের আলোকে চলতে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মৌ

কনাকে নিয়ে কৌতূহলী ভক্তরা

সমকালীন জ্যাজের সাহসী সংমিশ্রণে মুগ্ধ দর্শক

আগুন নিয়ে শ্যুটিং করতে গিয়ে দগ্ধ আরেফিন শুভ

‘রাক্ষস’-এ সিয়ামের নায়িকা ইধিকা নাকি সুস্মিতা!