বিজয়ের মাসের প্রথম দিনে ব্যান্ড ফেস্ট
মহান বিজয় মাস ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত হলো ব্যান্ড ফেস্ট ২০২৫। প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ১২তম এই ব্যান্ড ফেস্টে অংশগ্রহণ করলো ১২ টি ব্যান্ড দল।
ব্যান্ডদলগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, স্টারলিং, শিরোনামহীন, মেকানিক্স, নির্ঝর, মেহরীন, তরুণ, সিম্ফনি, নোভা, অবসকিউর এবং ফিডব্যাক।
সকাল ১১.৩০-এ অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন ব্যান্ড ফেস্ট এর প্রকল্প পরিচালক রাজু আলীম ও পরিচালক অনন্যা রুমা।
ইমপ্রেস টেলিফিল্ম লি. এর পৃষ্ঠপোষকতায় এ বছর নতুন উদ্যমে ফিরছে আজম খানের হাতে গড়া ব্যান্ড দল ‘উচ্চারণ’। বাংলা ব্যান্ড সংগীতকে অনন্য উচ্চতায় নিয়েছেন আজম খান। ভক্ত ও অনুরাগীদের কাছে তিনি পপগুরু হিসেবেও পরিচিত। ২০১১ সালের ৫ জুন মৃত্যুবরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। একাত্তরে তিনি অস্ত্র হাতে গেরিলাযুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের পর আজম খান বন্ধুদের নিয়ে সংগীতের দল গড়েন, নাম দেন ‘উচ্চারণ’।
‘উচ্চারণ’ ব্যান্ডের বর্তমান লাইনআপ হচ্ছে দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)।
ব্যান্ড সূত্র জানিয়েছে, আগামী বছর উচ্চারণ দেশে ও বিদেশে একাধিক লাইভ কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি এ মাস থেকে বেশ কয়েকটি টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানেও অংশ নেবে উচ্চারণ।
সাড়া জাগানো এই ব্যান্ড ফেস্টের প্রথম উদ্যোক্তা ব্যান্ড যুবরাজ আইয়ুব বাচ্চু। তার জীবদ্দশা থেকেই চ্যানেল আই ব্যান্ড ফেস্টটি আয়োজন করে আসছে। ১২তম ব্যান্ড ফেস্ট উপলক্ষে পাক্ষিক আনন্দ আলো একটি বিশেষ বুলেটিন প্রকাশ করেছে।