হোম > বিনোদন

এবার ‘দম’–এর শ্যুটিং হতে যাচ্ছে কাজাখস্তানে

বিনোদন রিপোর্টার

সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে হয়ে গেল ’দম’ সিনেমার মহরত। অনেকদিন পর ঘটা করে আয়োজিত হলো কোনো সিনেমার মহরত। এই আয়োজনের মাধ্যমে আবারও শব্দটি শুনলো ঢালিউড সংশ্লিষ্টরা। মূলত সিনেমার শুটিং শুরুর আগে মহরত অনুষ্ঠিত হয়। যেখানে প্রযোজক–পরিচালক–শিল্পী–কুশলীরা তাদের শুভানুধ্যায়ীদের শুভকামনা, দোয়া, আশীর্বাদ নিয়ে শুরু করেন নির্মাণ যাত্রা।

’দম’ সিনেমার দৃশ্যধারণও শুরু হচ্ছে শিগগিরই, এবং এই সিনেমার শুটিং শুরু হবে কাজাখস্তান থেকে।

’দম’ সিনেমাটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেদওয়ান রনি। তিনি জানান, এই সিনেমার শুটিং শুরু হবে কাজাখস্তান থেকে। এরইমধ্যে সেখানে লোকেশন দেখে এসেছেন নির্মাতা, প্রযোজক, অভিনেতা। প্রকাশ পেয়েছে তার ছবিও। কেন সেখানে শুটিং? আর প্রস্তুতিই বা কেমন? জানতে চাইলে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ’আমরা দুর্গম কিছু লোকেশনে শুটিং করতে যাচ্ছি এবং সেখানে এখন আবহাওয়াটাও প্রতিকূল। গল্পের সঙ্গে মানানসই লোকেশন একসঙ্গে পাচ্ছি সেখানে, পাচ্ছি টেকনিক্যাল সাপোর্টও, সব মিলিয়ে কাজাখস্তানে শুটিং করা। আপনাদের দোয়া–আশীর্বাদ নিয়ে শুটিং শুরু করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতিকূলতা পেরিয়ে একটা ভালো সিনেমা নির্মাণ করতে পারি।’

’দম’ সিনেমার প্রযোজক এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ’শুটিংয়ে যাওয়ার আগে সবার দোয়া নিতেই আমাদের এ আয়োজন। আমরা এবার এক দমে সিনেমাটা শেষ করতে চাই। শুটিং শুরু করতে দেরি হলো কারণ এটা বেশ কঠিন একটা স্ক্রিপ্টের কাজ, তাই সিনেমাটার নির্মাণ প্রক্রিয়াও কঠিন। সিনেমাটা দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। আমরা যেন ঠিকমতো কাজটা শেষ করে দর্শকদের সামনে হাজির করতে পারি সেই দোয়া করবেন।’

আয়োজনে প্রথমেই নির্মাতা রেদওয়ান রনি পরিচয় করিয়ে দেন ‘দম’ সিনেমার চিত্রনাট্যকার সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের সঙ্গে। সিনেমাটির আরেকজন চিত্রনাট্যকার রবিউল আলম রবি দেশের বাইরে থাকায় মহরতে উপস্থিত থাকতে পারেননি। নির্মাতার মতে, ’সিনেমা নির্মাণের প্রথমেই দরকার হয় একটা ভালো চিত্রনাট্য। আর ‘দম’ যেহেতু সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, তাই মূল ঘটনাটার কতটা রাখা যাবে কতটা রাখা সম্ভব নয়, এর সঙ্গে কতটা ফিকশন যুক্ত করলে ভালো হবে বা চরিত্রগুলো কতটা বড় হবে–পুরো বিষয়টাই ছিল খুব কঠিন প্রক্রিয়া। সেগুলো একটু একটু করে ডেপলপ করা হয়েছে। শেষমুহূর্তে হয়তো আরও কিছু যোগ–বিয়োগ হতে পারে।’

দমের জন্য মেকাপ করা ছেড়ে দিয়েছি: পূজা চেরি

নব্বই দশকের গল্প শোনাতে পর্দায় নকীব খান

’দম’ সিনেমার জন্য ওজন কমাচ্ছেন নিশো

ইন্দোনেশিয়ার আলোচিত ভৌতিক সিনেমা এবার বাংলাদেশে

ইত্যাদি এবার কুড়িগ্রামে, প্রচারিত হবে আজ

মঞ্চ মাতাবে অ্যাভোয়েড রাফা, নেমেসিস

ব্যাচেলর পয়েন্টে কে এই নতুন অতিথি?

শুরু হলো ‘ভ্রমণ বাংলাদেশ’

আলোচনায় তাদের ‘শাদী মোবারক’

‘চাঁদনী’খ্যাত নায়িকা শাবনাজের জন্মদিন আজ