আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আসন্ন আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ‘ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধিক্কার জানালেন’ বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।
আজ, ৪ জানুয়ারি চলচ্চিত্রের শীর্ষ এই খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। এদিন দুপুরে চ্যানেল আইয়ের আয়োজনে বিশেষ ‘তারকা কথন’ অনুষ্ঠানে আওংশ নেন তিনি। সেখানে তিনি চলচ্চিত্রে আসার আগে নিজে একজন ‘স্পোর্টসম্যান’ ছিলেন সেই গল্প করেন। তারকা কথনে মিশার কথায় উঠে আসে মোস্তাফিজ, আইপিএল ইস্যু ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অভদ্র আচরণ।
তখন মিশা বলেন, রাজনীতি বা উগ্রতার কারণে সংস্কৃতিকে ছাড়িয়ে যারা এই কাজ করেছে (ভারতীয় ক্রিকেট বোর্ড) তাদের ধিক্কার জানাই।
মিশা বলেন, আমি ক্রিকেট লাভার, এই খেলাকে খুবই পছন্দ করি। দুঃখের সাথে বলতে হচ্ছে, মোস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। ওকে সামনে বসিয়ে আদর করা যায়, সম্মান জানানো যায়। মাশরাফির পর বাংলাদেশের ক্রিকেটে বোলার হিসেবে ওর ঐশ্বর্যপূর্ণ ক্যারিয়ার। ওর মধ্যে অহংকারের ‘অ’ পর্যন্ত নেই। মোস্তাফিজ সবার কাছে অনুকরণীয় এবং অনুসরণীয় হয়ে থাকবে। সে যেখানেই যায় সেখানে ভালো খেলে।
মিশা সওদাগর আরো বলেন, মোস্তাফিজ আমাদের দেশের গ্লোবাল সুপারস্টার। সে শাহরুখের দলে বাংলাদেশের ৯ কোটি টাকায় কাস্ট হয়েছিল। এটা পুরো বিশ্বে নিউজ হয়েছিল। এমনও জানা গিয়েছিল, ২০ কোটি টাকা হলেও মোস্তাফিজকে নেয়া হতো। ওকে এভাবে নেয়া মানে আমরা পুরো জাতি সম্মানিত হওয়া। কিন্তু রাজনীতি হোক বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতি ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করলো তাদের ধিক্কার। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। তাদের সাথে আমরা কখনোই আপস করবো না।
মিশা আরও বলেন, আমরা চাই মানুষ ধর্ম কর্ম করবে এবং বড়ভাবে সংস্কৃতিকে লালন করবে। কিন্তু মোস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করলো।
মিশা সওদাগরের প্রত্যাশা, ভারতীয় ক্রিকেটের বোর্ডের বোধদয় হবে, মোস্তাফিজকে বাদ দিয়ে যে ভুল করেছে সেই ভুল তারা বুঝতে পারবে।