হোম > বিনোদন

কর্নেল এম এ জি ওসমানীকে নিয়ে মঞ্চস্থ হলো ‘জেনারেল ওসমানী’

পর্দা নামলো মাসব্যাপী যাত্রাপালা নিবন্ধন উৎসবের

বিনোদন রিপোর্টার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোকপালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনীর আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো মাসব্যাপী যাত্রাপালা নিবন্ধন উৎসবের।

গতকাল, ২৩ জানুয়ারি, শুক্রবার আয়োজন করা হয় মাসব্যাপী যাত্রাপালার সমাপনী অনুষ্ঠানের। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য প্রদান করেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।

ত্রয়োদশ যাত্রা নিবন্ধন উৎসব ২০২৫ সমাপনী অনুষ্ঠানে যাত্রাশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষীয়ান যাত্রা শিল্পী আনোয়ার হোসন-কে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর তিনি তাঁর অনুভূতি ব্যক্ত করেন।

সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করে ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। যাত্রাপালাটির পালাকার ছিলেন এম এ মজিদ এবং পরিচালনা করেছেন তানভীর নাহিদ খান।

মুক্তিযুদ্ধের এক অজানা অথচ অতি গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচিত হয়েছে যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’তে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এম এ জি ওসমানীর নেতৃত্ব, কৌশল ও আত্মমর্যাদাবোধ আর সার্বভৌমত্বের প্রশ্নে তার দ্বিধাহীন অবস্থানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই যাত্রাপালার গল্প। এতে মুক্তিবাহিনীর গোপন বৈঠক, গেরিলা মুক্তিবাহিনী গঠন, যুদ্ধের রণনীতি, ছাত্র-জনতার অংশগ্রহণ, নারী মুক্তিযোদ্ধাদের সংগ্রাম এবং গ্রামবাংলার আপামর জনসাধারণের প্রতিরোধ চিত্র তুলে ধরা হয়েছে। যাত্রাটি একাত্তরের অকুতোভয় লড়াই, ত্যাগ-তিতিক্ষা ও চূড়ান্ত বিজয়ের ইতিহাসকে শক্তিশালী ও আবেগঘন শিল্পভাষায় উপস্থাপন করে দেশের সব নাগরিকের অধিকারকে সমুন্নত করার গল্প বলে।

সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘যখন এই যাত্রাপালা নিবন্ধন উৎসব শুরু হয়, তখন ৩০টি যাত্রাপালা মঞ্চায়নের পরিকল্পনা ছিল। কিন্তু সেটা শেষ পর্যন্ত ২৪ জুলাইয়ের ঐতিহাসিক ‘৩৬’ সংখ্যায় গিয়ে দাঁড়ায়, যা আমাদের কোনো পরিকল্পনায় ছিল না। ডিসেম্বরে যখন এই উৎসব শুরু হয়, তখন আমি নাট্যকলার ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামীকে ‘জেনারেল ওসমানী’কে নিয়ে একটি যাত্রাপালা মঞ্চায়নের কথা বলি। এর কারণ হচ্ছে, ‘জেনারেল ওসমানী’ আমাদের ইতিহাসের এমন একজন হিরো যাকে নানাভাবে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ডেকে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই পালা তৈরি করার জন্য একেবারেই অল্প সময় হাতে ছিলো। আমাদের এই সরকারও স্বল্প সময়ে অনেক বড় বড় এবং অসম্ভব কাজ সম্ভব করেছে। ঠিক তেমনি ৭ দিনের মধ্যেই ‘জেনারেল ওসমানী’ যাত্রাপাল নির্মাণ করা হয়েছে। এই যাত্রাপালাটি আগামী মার্চ মাসে দেশের ৬৪টি জেলায় মঞ্চায়ন করা হবে। আমাদের যাত্রাপালাগুলোতে আমাদের দেশের গল্প খুব একটা থাকে না। ‘জেনারেল ওসমানী’ যাত্রাপালার মধ্য দিয়ে এই উদ্যোগটাও শুরু করা হলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমাদের যাত্রাদলগুলো যেন আমাদের দেশের গল্প নিয়ে বেশি বেশি কাজ করে সেদিকে লক্ষ্য রাখে।’

মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে নিবন্ধিত ৩৫টি যাত্রাদল ৩৫টি যাত্রাপালা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের ১টিসহ ৩৬টি যাত্রাপালা মঞ্চায়িত হয়। প্রদর্শনীর টিকেট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হয়। এছাড়াও প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হয়।

‘‌ও জান’-এর জন্যই নেপালের মাইনাস ৮ ডিগ্রিতে সুনেরাহ

বাংলাদেশ ক্রিকেটের পক্ষে কথা বলেই কি গ্রেফতার ভারতীয় অভিনেতা!

সিনেমায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

নায়করাজের স্মরণে দুদিনের আয়োজন

পার্থ-নওবার ‘প্রেমের কোনো কারণ নেই’

আসছে প্রিয়াঙ্কার পাঁচ নাটক

খালেদা জিয়া কেন কুমিল্লা-৬ আসনে প্রার্থী হয়েছিলেন, সেই তথ্য জানালেন আসিফ

ইয়াশ ও পারসা’র ‘একসাথে আলাদা’

এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে বালাম

পাকিস্তান থেকে যেভাবে বাংলার নায়ক হয়েছিলেন জাভেদ