‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’, ‘আমাদের নুরুল হুদা’, ‘ফুল এইচডি’সহ অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকের নির্মাতা অরন্য আনোয়ার।
সম্প্রতি তিনি শুরু করেছেন নতুন ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’। এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নোয়াখালী, মাইজদীর জহির হক। এর আগে তিনি বিটিভি এবং বিভিন্ন চ্যানেলের একক নাটক এবং ফজলে আজিম জুয়েল পরিচালিত বিটিভির মেগা ধারাবাহিক ‘জিন্দাবাহার’ এ অভিনয় করেন।
তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে অরন্য আনোয়ারের ‘জননী’, ‘সুগার নানা’, ‘বোরখা এবং বাইসাইকেলের গল্প’। এছাড়াও তিনি অরন্য আনোয়ারের প্রথম চলচ্চিত্র ‘মা’ তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি ২০২৩ সালে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম অফিসিয়াল চলচ্চিত্র হিসাবে স্থান পায়।
তবে এই প্রথম তিনি কোন ধারাবাহিকে অভিনয় করছেন। নোয়াখালীর একটি বিশেষ অঞ্চলের কাহিনি নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।
ছোট বেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জহির হকের। ক্লাস এইটে পড়ার সময়ই মঞ্চ নোয়াখালি দিয়ে শুরু এবং ১৯৯৩ সালে নোয়াখালীর মামুনুর রশিদ এর শর্টফিল্ম ‘ক্যাম্পাস’এ অভিনয় করেন। ১৯৯৮ সালে লোক নাট্যদল, টিএসসি এবং নাট্য ফৌজ এর সাথে যুক্ত ছিলেন। অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন। নোয়াখালী এক্সপ্রেসে তার কন্ঠে এই নাটকের থিম সং সহ বেশ কিছু নোয়াখালীর আঞ্চলিক গানও শুনা যাবে। থিম সংয়ের লিরিক উনারই লিখা।
প্রথম সিজনে নাটকটি ১০০ পর্বের সুটিং করার কথা রয়েছে। ৮০ পর্বের সুটিং সম্পন্ন হয়েছে। নভেম্বরের ২ তারিখ থেকে ‘নোয়াখালী এক্সপ্রেস’ নাটকটি গ্লোবাল টিভি ও গ্লোবাল ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৫ দিন প্রচারিত হচ্ছে।
‘নোয়াখালি এক্সপ্রেস’ নাটকে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘অরন্য আনোয়ার ভাই অনেক গুছিয়ে কাজ করেন। অনেক ডিটেলে কাজ করেন। উনার নাটক মানেই অনেক তথ্যবহুল, যা আমার ভীষণ ভালো লাগে। এছাড়াও এটি নোয়াখালীর আঞ্চলিক ভাষার নাটক, এটা আমার কাছে স্পেশাল। অনেক দিনের স্বপ্ন পূর্ণ হল। আমি উনার কাছে কৃতজ্ঞ আমাকে এই নাটকে অভিনয়ের সুযোগ দেয়ার জন্য।’
নাটকে নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘এখানে আমার চরিত্রটি গ্রামের একজন গায়ক/বয়াতি, যিনি নোয়াখালী বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখেন, এবং প্রতিবাদি একজন মানুষ, যে কোন অসংগতি দেখলে প্রতিবাদ করেন গানে গানে।’
নাটকে অভিনয় করার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, অভিজ্ঞতা অসাধারণ, একঝাঁক নতুন প্রতিভাবান অভিনয় শীল্পিদের সাথে কাজ করছি। ওদের থেকে শিখছি, সবাই ভীষণ হেল্পফুল। নাটকের টিম তো নয়, একটা পরিবারের মতো হয়ে গেছে। সবাই ভীষণ আন্তরিক।’
নাটকের অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন-আশরাফ সুপ্ত, সাদ্দাম মাল, মিহি আহসান, রেজমিন সেতু, আশরাফুল ইসলাম সোহাগ, জাভেদ গাজী, সুজাত শিমুল, রেশমা আহমেদ, সুমাইয়া অর্পা, তাবাসসুম মিথিলা, শেহজাদ ওমর, তনয় বিশ্বাস, তানভীর মাসুদ, আমিন আজাদ, শারমিন শর্মী, জাহাঙ্গীর আলম, সাগর মৈত্রী, হিরা মণি, জহির হক, রাবেয়া সুলতানা মুক্তা, তরিকুল ইসলাম তারেক, স্নিগ্ধা, জেবুনেসা সোবহান টুনটুনি, অধরা নীহারিকা, মার্শাল, রেজা, সুজন বিশ্বাস, সুবর্না মজুমদার।