হোম > বিনোদন

যেভাবে এলো আবু ওবায়দার ‘হাদি তুই ফিরে আয়’

যতটা গান তার চেয়ে বেশি মোনাজাত

মুহাম্মাদ আসাদুল্লাহ

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী যুদ্ধের চিরস্মরণীয় এক নাম শহীদ ওসমান বিন হাদি। তিনি ছিলেন একাধারে কবি, লেখক, বিতার্কিক, দার্শনিক ও রাজনীতিবিদ। যাকে তুলনা করা হচ্ছিল মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে। ঢাকা-৮ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। গত ৮ ডিসেম্বর জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারের উদ্দেশে বের হলে খুব কাছ থেকে তার মাথায় গুলি করা হয়। মুহূর্তেই সারা দেশে শোকের ছায়া নেমে আসে। যেন সমগ্র জাতি কাতর কণ্ঠে ডাকতে থাকেন, ‘ফিরে এসো ওসমান হাদি’।

সেদিন কনসার্ট শেষে গভীর রাতে বাসায় ফিরলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় ইসলামী সংগীতশিল্পী আবু উবায়দা। ওসমান হাদির উপর হামলা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। হাদির জন্য কী করা যায় এসবই ভাবছিলেন। পরিচিত কয়েকজন গীতিকারকে বার্তা পাঠালেন। জানতে চাইলেন, ওসমান হাদিকে নিয়ে কোনো লেখা আছে কি না? উত্তর না পেয়ে নিজেই খুঁজতে লাগলেন লেখকদের ফেসবুক প্রোফাইলে। মহিউদ্দিন হাসান খান, যিনি খান শাহেব নামে সামাজিক মাধ্যমে পরিচিত তার প্রোফাইলে পেলেন ওসমান হাদিকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি। কমেন্ট সেকশন থেকে জানলেন কবিতাটা ইসলামি সংগীত লেখক কবি জিয়া হকের। আবু উবায়দা চলে গেলেন জিয়া হকের প্রোফাইলে। পেয়ে গেলেন বেশ কয়েকটি কবিতা। একটা কবিতায় চোখ আটকে গেল আবু উবায়দার। কবিতার শিরোনাম, ‘হাদি তুই ফিরে আয়’। আবু উবায়দা নিজেও মন-প্রাণ থেকে চাইছিলেন ওসমান হাদি যেন ফিরে আসে। মনের মতো একটা লেখা পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে যোগাযোগ করলেন জিয়া হকের সঙ্গে। তখন ভোর সাড়ে ৪টা বাজে। কবি জিয়া হক অনুমতি দিলেন। তিনি আগে থেকে জানতেন তরুণ গায়ক আবু উবায়দাকে। গানে যুদ্ধের আবহে মিউজিক বসানোরও অনুমতি নিয়ে নিলেন। আবু উবায়দা বলেন, ‘জিয়া ভাই ইসলামি গান লেখেন এবং ব্যক্তি হিসেবেও ধর্মীয় অনুশাসন মেনে চলেন, তাই আমার ভয় ছিল উনি গানে মিউজিক দেওয়ার অনুমতি দেবেন না। অন্যদিকে গানটা বারুদে ঠাসা, যুদ্ধের আবহের। এর আবহ ফুটিয়ে তুলতে দামামা কিংবা ওয়ারড্রাম ব্যবহার করলে গানের প্রকৃত চেতনা ফুটে উঠবে। জিয়া ভাই বললেন, ‘যুদ্ধেতো দামামা-নাকারা ব্যবহার হয়েছেই’। অনুমতি পেয়ে গান শুরু করলাম। সুর করতে করতে রেকর্ডিং করলাম। ১০-১৫ মিনিটের ভেতর গানের সুর ও রেকর্ডিং শেষ। এরপর মিক্স, মাস্টার ও এডিটিংসহ পুরো গানটা রেডি করতে ১২-১৩ ঘণ্টা লাগল। এর মধ্যে সময় কোন দিক দিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছিল সময় আমাকে দিয়ে গানটা করিয়ে নিচ্ছে।

আবু উবায়দা জানান, রেকর্ডের পর একটা ছোট ক্লিপ ছেড়েছিলেন ফেসবুকে। সেই ক্লিপই শ্রোতারা লুফে নেয়। মুক্তির সঙ্গে সঙ্গে গানটা আরো বেশি ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমে। সর্বস্তরের মানুষের হাদির প্রতি ভালোবাসার আরেকটা উদাহরণ হয়ে যায়। পোস্ট, রিলস, স্টোরি সর্বত্র হাদির ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয় এই গানের ক্লিপ। আবু উবায়দা মনে করেন, গানের কথাটাই দর্শক-শ্রোতা ও হাদি ভক্তদের হৃদয়ে নাড়া দেওয়ার মতো। ‘হাদি তুই ফিরে আয়, ফিরে আয় আবাবিল/শহীদের জমিনেই শহীদের মনজিল/আজানের সুরে সুরে ডাক ওঠে আয় আয়/লক্ষ মিনার ঢেউ তোলে ভোর সন্ধ্যায়। পবিত্র রক্তেই ধুয়ে-মুছে ছাফ সব/চারোদিকে ইনসাফ মুক্তির কলরব/ইনকিলাবের জয়, জয় কোটি হাদিদের/এই দেশে ফ্যাসিবাদ ফিরবে না কভু ফের’।- এমন কথায় সুর বসালে দর্শকের ভালো না লেগে উপায় নেই বলে মনে করেন তরুণ এই শিল্পী।

আহত হওয়ার পর সবার মনের আশা ছিল ওসমান হাদি ফিরে আসবেন। সবার মনে আশাটাই গানে ফুটে উঠেছে। আবু উবায়দা জানান, গানটা মুক্তির পর ইসলামি সংগীত ঘরানার বাইরেও মূল ধারার চলচ্চিত্র শিল্পী, সংগীত শিল্পীরা তার ও গানের প্রশংসা করেছেন। এমন গান আরো দরকার বলে জানিয়েছেন। তখন এই শিল্পীর মনে হয়েছে, ওসমান হাদির জন্য ছোট হলেও কিছু একটা করতে পেরেছেন অথবা আল্লাহ তাকে দিয়ে করিয়ে নিয়েছেন। আবু উবায়দা বিশ্বাস করতেন, এত মানুষের ভালোবাসা ও দোয়া বিফলে যাবে না। ওসমান হাদি সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু ওসমান হাদি জাগতিক সফর শেষ করে সাড়া দিলেন প্রভুর ডাকে। আল্লাহর ফয়সালা মেনে নিয়ে আবু উবায়দা ভাবলেন, ওসমান হাদির জন্য কিছু একটা করতে পেরেছেন সেটাও বড় প্রাপ্তি। আবু উবায়দা বলেন, ‘হাদি ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। হাদি ভাইয়ের যেই আকাঙ্ক্ষা ছিল সেটা যেন মানুষ ভুলে না যায়, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে আসে, হাদির স্বপ্ন যেন বেঁচে থাকে সেই চেষ্টা থেকে এখন কাজ করে যাচ্ছি এবং করে যাব। সেই সঙ্গে হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার চাইব সব সময়’। আবু উবায়দা মনে করেন, এই গানটার মধ্য দিয়ে ইসলামি সংগীত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে গেছে। ইসলামি সংগীতের সর্বজনীন হয়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে।

গানটা মুক্তির পর চলাচলে সতর্ক হতে হয়েছে আবু উবায়দাকেও।

তাকে নিয়ে বেড়েছে পরিবারের আশঙ্কা। আগের মতো চাইলেও যত্রতত্র চলাফেরা করতে পারছেন না। পাশাপাশি কাজের প্রতি দায়িত্ব বেড়েছে বলে মনে করেন কিশোরগঞ্জের এই শিল্পী। ‘হাদি তুই ফিরে আয়’ গানের পরেও বেশ কয়েকটি গান করেছেন ওসমান হাদিকে নিয়ে। ‘হাদির জিন্দাবাদ’ শিরোনামের গানটাও দর্শক গ্রহণ করেছেন। ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আরো তিনটি গান প্রস্তুত হচ্ছে বলে জানান আবু উবায়দা।

ঈদে আসছে শাকিব খানের ‘প্রিন্স’

সচেতনতা মূলক নাটক ‘ইংরাজি ইশকুল’ নিয়ে টুটুল চৌধুরী

দিঠি’র ‘উইন্টার গার্ডেন’-এ তারা

'ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে'

সবার প্রিয় হয়ে উঠেছেন 'ফাতেমা'

শিক্ষার্থীদের আয়োজনে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল

ভারতকে 'ধিক্কার' জানালেন মিশা সওদাগর

জন্মদিনে ভক্তদের সুখবর দিলেন ফাহমিদা নবী

ক্রিকেটে ভারতের ‘দাদাগিরি’ নিয়ে যা বললেন কুদ্দুস বয়াতি

দুই পরিবারের দ্বন্দ্ব নিয়ে নতুন ধারাবাহিক