হোম > বিনোদন

ঢাকায় বিমান দুর্ঘটনায় পাকিস্তানি তারকারাও শোকাহত

বিনোদন ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় স্তব্ধ সারা দেশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহত হয়েছে অন্তত ১৬৫ জন। শিক্ষাপ্রতিষ্ঠানে দুপুরের ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটে, যা দেশজুড়ে নেমে আসা শোকের আবহকে আরো গভীর করে তোলে।

শুধু দেশেই নয়, এই হৃদয়বিদারক ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছেন বিদেশি তারকারাও। প্রতিবেশী দেশ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ‘ইয়ুমনা জায়েদি’ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন ‘এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত নসিব করুন। তার স্টোরির সঙ্গে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকার ইমোজি ও একটি ভালোবাসার প্রতীকÑনিঃশব্দে প্রকাশ পেয়েছে তার হৃদয়ের ব্যথা ও শ্রদ্ধা।’

ইয়ুমনার পাশাপাশি আরো কয়েকজন পাকিস্তানি তারকাও ঘটনাটি নিয়ে উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, ‘শিশুদের মৃত্যুর খবর যেন চোখে অন্ধকার নামিয়ে আনে। তাদের কথা ভাবলেই বুক হুহু করে কেঁদে ওঠে।’

গত সোমবার দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-সেভেন) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় ভবনে, যেখানে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হলেও এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান চলছে। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশি-বিদেশি শোকবার্তায় প্রমাণ হয় এ ঘটনার বেদনা সীমান্ত পেরিয়ে ছুঁয়ে গেছে বহু দূরে। এই মুহূর্তে সবার একটাই প্রার্থনা, আর যেন কোনো প্রাণ না ঝরে পড়ে, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ