বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে কনকচাঁপার ফেসবুকে দেওয়া দুই পোস্ট ঘিরে চলছে বেশ আলোচনা। একটিতে তিনি উল্লেখ করেছেন, ‘দেশজুড়ে খালেদা জিয়ার রয়েছে কোটি কোটি সন্তান।’
আজ সোমবার এক সংক্ষিপ্ত পোস্টে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কনকচাঁপা জানান, ‘ফি আমানিল্লাহ্! দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। আল্লাহ্র বিশেষ রহমত প্রার্থনা করছি! সবাই দোয়া করুন।’
তার পোস্টের পরেই অনেকে খালেদা জিয়ার জন্য দোয়া জানিয়ে মন্তব্য করেছেন।
এর আগে, শনিবার দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি- খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত সংগ্রাম এবং কারাবাসের সময়কার নানা কঠিন অভিজ্ঞতার কথা তুলে তার জন্য দোয়া চেয়েছিলেন।
খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রের ‘মা’ হিসেবে পরিচিত উল্লেখ করে, সুদীর্ঘ নেক হায়াত কামনা করেন এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপির ‘একটি সুন্দর বিজয়’ দেখার তৌফিক চেয়ে দোয়া করেন কনকচাঁপা।
তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্রের মা, আপোসহীন নেত্রী, মৃত্যুঞ্জয়ী অকুতোভয় যোদ্ধা আজও অসুস্থতার সাথে যুদ্ধ করে যাচ্ছেন! এখন আমাদের সারাদেশের মানুষের একটাই চাওয়া ‘আল্লাহ গো-- আপনি ওনাকে সুদীর্ঘ নেক হায়াত দিন আর আরেকবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুন্দর একটি বিজয় দেখার তৌফিক দিন।'