হোম > বিনোদন

প্রচারে আসছে তাদের ‘শাদী মোবারক’

বিনোদন রিপোর্টার

আগামী মাসেই প্রচারে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। পরিচালনা করেছেন শামীম জামান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আখম হাসান, জয়রাজ, তারেক স্বপন, সমাপ্তি মাসুক, রেজমিন সেতু’সহ আরো অনেকে।

‘শাদী মোবারক’ মূলত পারিবারিক গল্পের নাটক, এমনটাই জানালেন নির্মাতা শামীম জামান। শামীম জামান এর আগে ‘হাটখোলা’, ‘তিন তালা তিন চাবি’, ‘ঝামেলা আনলিমিটেড’, ‘চাটাম ঘর’, ‘প্রিয়জন’ ও গোলক ধাঁধা’ ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন। দেখা যায় যে শামীম জামানের প্রায় প্রতিটি ধারাবাহিকেই রয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

শামীম জামান বলেন, ‘আমি সবসময়ই জীবন ঘনিষ্ঠ নাটক নির্মাণ করি। শাদী মোবারক নাটকটিও ঠিক তাই। আর মোশাররফ করিমকে নিয়ে হাটখোলা বা তিন তালা তিন চাবি নাটক নির্মাণের সুযোগ হয়ে উঠেনি। এরপর যতগুলো ধারাবাহিক নাটকই নির্মাণ করেছি তার প্রতিটিতেই মোশাররফ করিম ছিল। এর অবশ্য কারণও আছে। কারণ মোশাররফ করিম নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা, ভীষণ পরিশ্রমী একজন অভিনেতা। যে নাটকে মোশাররফ থাকে সে নাটকের প্রতিও দর্শকের একটা আলাদা আগ্রহও থাকে।’

মোশাররফ করিমের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক উল্লেখ করে তিনি বলেন, ‘তার সঙ্গে সম্পর্কটা আমার বন্ধুত্বের। বন্ধুর চেয়েও বড় কথা হলো তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা খুব চমৎকার। যে কারণে তাকে নিয়ে নাটক নির্মাণ করি। এছাড়াও আমার নাটকে সাধারণত যারা নিয়মিত অভিনয় করেন যেমন জুঁই ভাবী’সহ আখম হাসান আরো অনেকে। তারাও আছেন এই ধারাবাহিকে। তো নির্মাতা হিসেবে গল্পে যে চরিত্রের জন্য যাকে প্রয়োজন তাকে নিয়েই আমি নাটক নির্মাণ করেছি। সবমিলিয়ে খুব ভালো হয়েছে নাটকটি। আশা করছি নাটকটি প্রচারে এলে শুরুতেই দর্শকের ভালোলাগার একটি নাটক হয়ে উঠবে।’

নাটকটি প্রযোজনা করেছেন অনন্য ইমন। শামীম জামান জানান এখন পর্যন্ত নাটকটি ৭৮ পর্ব পর্যন্ত নির্মিত হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে সপ্তাহে টানা পাঁচদিন রাত ৮.৩০ মিনিটে নাটকটি প্রচার হবে।

প্রযোজক অনন্য ইমন বলেন, ‘বিশাল ক্যানভাসের এই নাটকটি প্রযোজনা করেছি শুধু দর্শকের কথা ভেবে। দর্শককে আমিও একটি পারিবারিক গল্পের নাটক উপহার দিচ্ছি, এটাই আমার ভালোলাগা।’

ভিউয়ের রেকর্ড গড়লো পারিবারিক গল্পের নাটক ‘এটা আমাদেরই গল্প’

পার্শ্ব থেকে প্রধান চরিত্রে অভিনয় করেই শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি

নির্বাচনের প্রতিশ্রুতি ভোটের পরও যেন বজায় থাকে : তৌসিফ

শুরু হচ্ছে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিভ্রান্তি

এবার নির্বাচনি গান তৈরির হিড়িক জমজমাট ভোটের মাঠ

আবারো পরিচালনায় আবুল হায়াত

প্রকাশ্যে ফারহান-মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’

দীর্ঘদিন পর বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’

আসছে মেঘদলের নতুন গান