হোম > বিনোদন

রফিকুল আলমের কণ্ঠে নতুন দুই গান

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি গায়ক রফিকুল আলম। সম্প্রতি তার কণ্ঠে একসঙ্গে প্রকাশ পেয়েছে দুটি নতুন মৌলিক গান— পাহাড়ের কান্না ও সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে গান দুটি প্রকাশের পর বেশ উচ্ছ্বসিত এ বরেণ্য শিল্পী। ‘পাহাড়ের কান্না’ গানটি লিখেছেন ও সুর করেছেন আরিফ হোসেন বাবু আর ‘সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে’ গানটি লিখেছেন ফারুক আনোয়ার। সুর ও সংগীত করেছেন সম্রাট আহমেদ। দুটি গানই সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে।

রফিকুল আলম জানান, এ গানগুলোর আগে আরো দুটি মৌলিক গান প্রকাশ হয়েছিল। নিজের কণ্ঠে নতুন মৌলিক গান প্রকাশে তিনি ভীষণ আনন্দিত। তার ভাষায়, ‘পাহাড়ের কান্না ও সকাল সন্ধ্যায় চায়ের চুমুকে দুটি গানেরই কথা আমার খুব ভালো লেগেছে। মৌলিক গান এখন খুব বেশি করা হয় না, কিন্তু আমি এখনো মৌলিক গান করছি। এটাই আমার কাছে আনন্দের। কারণ মৌলিক গানই একজন শিল্পীর প্রকৃত পরিচয় গড়ে তোলে। এ দুই গান নিয়েই আমি আশাবাদী। শ্রোতা-দর্শককে অনুরোধ, গান দুটি শুনে মতামত জানাবেন।’

নায়ক রাজরাজ্জাক অভিনীত অতিথি সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘একটু যদি আজ’ গানটি গেয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর থেকে শতাধিক সিনেমায় গান গেয়েছেন। তার কণ্ঠে রয়েছে ২৮টি ভাষার গান এবং ২০০-র বেশি চলচ্চিত্রে প্লে-ব্যাকের অভিজ্ঞতা। নিজের সংরক্ষণে রয়েছে দেশাত্মবোধক, আধুনিক ও প্রমোশনালসহ দুই হাজারের বেশি গান। রফিকুল আলমের নতুন এ দুই গান বর্তমানে ইউটিউবে পাওয়া যাচ্ছে, যা শ্রোতাদের কাছে এরই মধ্যে সাড়া ফেলছে।

সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সালমান শাহ হত্যা মামলা নিয়ে যা বললেন শাবনূর

শাহরুখকে ‘একঘেয়ে’ বলে কটাক্ষ নাসিরুদ্দিন শাহের

ত্রিভুজ প্রেমের গল্পে তৌসিফ-উর্বী

সিনেমায় অভিনয়ে ভয় সাফার

সন্ত্রাসী তালিকায় সালমান খান, কেন?

আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, হদিস মিলছে না সামিরা, ডনের

চলচ্চিত্র পাড়ায় সরব হচ্ছেন হত্যা মামলার আসামি নিপুণ

‘জীবনের ইতি কখন, কোথায় ঘটে কেউ জানে না’

পুরস্কার পেলেন রায়হান রাফি