হোম > বিনোদন

গাজায় গণহত্যা নিয়ে সরব অস্কারজয়ী লরেন্স

বিনোদন রিপোর্টার

গাজায় যুদ্ধ বন্ধে এবার সরব হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। অভিনেত্রীর ভাষ্য, ‘ফিলিস্তিনের গাজায় যা হচ্ছে, তা গণহত্যার চেয়ে কম কিছু নয়।’ স্পেনের সান সেবাস্তিয়ানে আয়োজিত সংবাদ সম্মেলনে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন আমেরিকান এই অভিনেত্রী।

উৎসব আয়োজকরা সাংবাদিকদের গাজা নিয়ে প্রশ্ন থামানোর চেষ্টা করলে অভিনেত্রী স্বতঃস্ফূর্তভাবে নিজের অবস্থান তুলে ধরেন। লরেন্স বলেন, ‘আমি ভীত, সত্যিই ভয় পাচ্ছি। যা ঘটছে, তা গ্রহণযোগ্য নয়। এটি স্পষ্টভাবে গণহত্যা। আমি আমার এবং আমাদের সবার সন্তানদের জন্য আতঙ্কিত।’ লরেন্স তার নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’-এর প্রদর্শনী আর মর্যাদাপূর্ণ ‘দোনস্তিয়া অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে সান সেবাস্তিয়ানে উৎসবে এসেছেন। সে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লরেন্স যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

তার কথায়, এখন এমন একটি বাস্তবতায় তরুণ ভোটাররা বড় হচ্ছে, যেখানে রাজনীতিতে সততা নেই। তিনি বলেন, ‘রাজনৈতিক নেতারা মিথ্যা বলেন। তাদের ভেতরে সহানুভূতি বলে কিছু নেই। সবার উদ্দেশে বলতে চাইÑপৃথিবীর কোনো প্রান্তে যা ঘটছে, তা যদি উপেক্ষা করেন, খুব শিগগির তা আপনার দিকেও আসবে।’ লরেন্স মনে করেন যুক্তরাষ্ট্রে বর্তমানে মতপ্রকাশের স্বাধীনতাই ‘হুমকির মুখে’। বলেন, ‘তাই চলচ্চিত্র উৎসবগুলো এখন আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। এ ধরনের উৎসবে আমরা একে অন্যের গল্প শুনি, পর্দায় দেখি, একে অন্যের কাজ জানতে পারি এবং এখানে আগতরা সবাই গুরুত্বপূর্ণ।’

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’