হোম > বিনোদন

এবারো অস্কারে নেই বাংলাদেশ

বিনোদন রিপোর্টার

এবারো অস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই বাংলাদেশ। আসন্ন ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ থেকে পাঠানো সিনেমা ‘বাড়ির নাম শাহানা’।

গতকাল, মঙ্গলবার ৯৮তম অস্কারের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

আসন্ন অস্কার আসরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জমা পড়েছিল বাংলাদেশসহ মোট ৮৬টি দেশের সিনেমা। এরমধ্যে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয় ১৫টি ছবি।

এগুলো হলো আর্জেন্টিনার ‘বেলেন’, ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, জার্মানির ‘সাউন্ড অব ফলিং’, ভারতের ‘হোমবাউন্ড’, ইরাকের ‘দ্য প্রেসিডেন্টস কেক’, জাপানের ‘কোকুহো’, জর্ডানের ‘অল দ্যাট লেফটস অব ইউ’, নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ফিলিস্তিনের ‘প্যালেস্টাইন ৩৬’, দক্ষিণ কোরিয়ার ‘নো আদার চয়েস’, স্পেনের ‘সিরেট’, সুইজারল্যান্ডের ‘লেট শিফট’, তাইওয়ানের ‘লেফট-হ্যান্ডেড গার্ল’ ও তিউনিসিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’।

প্রকাশিত এই তালিকা থেকে অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে ৫টি চলচ্চিত্র।

এই আসরে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বাছাইয়ে ‘বাড়ির নাম শাহানা’ ছাড়াও জমা পড়েছিল মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’, শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’ ও মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’। সেখান থেকে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত ৬ সদস্যের অস্কার কমিটি যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে ‘বাড়ির নাম শাহানা’কে চূড়ান্ত করেছিল।

নব্বই দশকের প্রেক্ষাপটে সত্যি ঘটনা অবলম্বনে লিসা গাজী নির্মাণ করেন ‘বাড়ির নাম শাহানা’। অস্কারের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে কোনো নারী পরিচালকের চলচ্চিত্র। আর গত ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পায় ‘বাড়ির নাম শাহানা’।

ড্রাইভিং সিটে ডলি জহুর ও দীপা খন্দকার

বৃদ্ধাশ্রম নিয়ে গাইলেন পিয়াল হাসান

বিজয় দিবসে মঞ্চস্থ হলো ‘জেনারেল ওসমানী’

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড