সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে বিজয়ের মাসজুড়ে চলছে যাত্রাপালা প্রদর্শনী। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ থেকে।
গতকাল, ১৬ ডিসেম্বর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করে ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। যাত্রাপালাটির পালাকার এম এ মজিদ এবং পরিচালনায় তানভীর নাহিদ খান।
মুক্তিযুদ্ধের এক অজানা অথচ অতি গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচিত হয়েছে যাত্রাপালা জেনারেল ওসমানীতে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এম এ জি ওসমানীর নেতৃত্ব, কৌশল ও আত্মমর্যাদাবোধ আর সার্বভৌমত্বের প্রশ্নে তার দ্বিধাহীন অবস্থানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই যাত্রাপালার গল্প। এতে মুক্তিবাহিনীর গোপন বৈঠক, গেরিলা মুক্তিবাহিনী গঠন, যুদ্ধের রণনীতি, ছাত্র-জনতার অংশগ্রহণ, নারী মুক্তিযোদ্ধাদের সংগ্রাম এবং গ্রামবাংলার আপামর জনসাধারণের প্রতিরোধচিত্র তুলে ধরা হয়েছে। যাত্রাটি একাত্তরের অকুতোভয় লড়াই, ত্যাগ-তিতিক্ষা ও চূড়ান্ত বিজয়ের ইতিহাসকে শক্তিশালী ও আবেগঘন শিল্পভাষায় উপস্থাপন করে দেশের সব নাগরিকের অধিকারকে সমুন্নত করার গল্প বলে।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. তাহাজ উদ্দিন, সুমি আক্তার, মো. শামীম খন্দকার, আব্দুল আজিজ, মানষ কুমার ঢালী, হরেন্দ্র নাথ মন্ডল, তুষার কান্তি মল্লিক, সৌমেন রায়, মো. রইচ উদ্দীন শাহ, মো. আসকার আলি (ওয়াসীম), মো. আফসারুজ্জামান (রনি), মো. খোরশেদ আলম মন্ডল, মো. মজীবর রহমান সেলিম, মোজাম্মেল হক, রিমা আক্তার, লাবলু উকিল, প্রণব রঞ্জন বালা, মো. হোসাইন জীবন, মোছা. লাভলী বেগম, তাসনোভা চৌধুরী, রিমি রফিক, শতরূপা ধর শ্যামা, মনিমা আক্তার মনি, ইসরাত জাহান তাসফির, দুলালী রায়, মো. আব্দুল মান্নান প্রমুখ।
নেপথ্য শিল্পী ও কলা-কুশলী হিসেবে ছিলেন মো. শামীম খন্দকার, মো. হোসাইন জীবন, মুনিরা মাহজাবিন, মো. শাহাবুদ্দিন মিয়া, অমিত চৌধুরী, প্রণব রঞ্জন বালা, কৃষ্ণ চন্দ্র বর্মন, মো. তানভীর আহম্মেদ, রুদ্র রায়, মো. ফরুক মিয়া, শ্যামল চন্দ্র দাস, আলম, এম. এ. রহিম, কমল চন্দ্র দাস, ভানু চন্দ্র ভৌমিক ও নন্দিনী আহসান প্রমুখ।
মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি যাত্রাদল ৩৬টি যাত্রাপালা এবং মহান বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের বিশেষ যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’সহ ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হবে। যাত্রাপালা প্রদর্শনীর টিকেটের মূল্য ১০০ টাকা।
প্রদর্শনীর টিকেট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হবে। এছাড়াও প্রতিদিন বিকেল ৫ টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট। উল্লেখ্য, প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।