হোম > বিনোদন

ঢাকা-দিল্লি সম্পর্কের টানপোড়নে ভিসা পেলেন না পরীমণি

বিনোদন রিপোর্টার

পরীমণি অভিনীত প্রথম ভারতীয় বাংলা সিনেমা ‘ফেলুবক্সি’ মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। ছবির প্রচারণায় ও বড় পর্দায় নিজের ছবি দেখতে ভারত যেতে চেয়েছিলেন। ঢাকা-দিল্লীর চলমান অস্থিতিশীল সম্পর্কের জেরে ভিসা পাননি এই অভিনেত্রী। পরীমণি নিজেই বৃহস্পতিবার বিকেলে এক স্ট্যাটাসের মাধ্যমে সে কথা জানিয়েছেন। পরী লিখেছেন, “আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫-এ কলকাতায় আমার সিনেমা ‘ফেলুবক্সি’ রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সি টিমের সবাইকে।”

পরী আরও লিখেছেন, ‘ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাই হোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সির লাবণ্যকে কলকাতার সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে।’

‘ফেলুবক্সী’ সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারত পালিয়ে গেলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। যার ফলে কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারেনি কোনো বাংলাদেশি সিনেমা। প্রতি বছর এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে বেশ কিছু তারকা অংশ নেন। তবে চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতের সিনেমা দেখানো দেখানো হচ্ছে। চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ মুক্তিতে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশি এই অভিনেতা। একইভাবে প্রতিম ডি গুপ্তের ছবি ‘চালচিত্র’র মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। গত বছরের ২০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। কথা ছিল ছবি মুক্তির সময় কলকাতায় থাকবেন তিনি, চালাবেন প্রচারণা। ভিসা জটিলতায় অপূর্বও কলকাতা যেতে পারেননি।

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’