হোম > বিনোদন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের টানে ঢাকায় আতিফ আসলাম

বিনোদন রিপোর্টার

একবছর পর আবারও ঢাকায় আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। এবার ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শীর্ষক কনসার্টে গান গাইবেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসনে এর আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

আগামী ১২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে একটি দিন চূড়ান্ত করার পরিকল্পনা চলছে। কনসার্টের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পুরো অর্থ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে।

গত ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে আয়োজকদের সমঝোতা স্মারক সই হয়েছে। ঢাকায় সর্বশেষ ২০২৪ সালের ২৯ নভেম্বর আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শীর্ষক কনসার্টে সংগীত পরিবেশন করেন আতিফ আসলাম। এর আয়োজন করে ট্রিপল টাইম কমিউনিকেশন।

‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শীর্ষক কনসার্টের শুরুতে থাকবে লোকসংগীত ও কাওয়ালি পরিবেশনা। এছাড়া রাখা হবে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি, মঞ্চনাটক ও ভিডিওচিত্র। ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম গত বছরের ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন করে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট। এতে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেছেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। কনসার্ট থেকে আয় হওয়া ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হয়েছে।

আতিফ আসলামের জনপ্রিয় গানের তালিকায় আছে ‘তু চাহিয়ে’, ‘তেরা হুনে লাগা হুন’, ‘জিনা জিনা’, ‘দিল দিয়া গাল্লা’, ‘ম্যায় তেনু সামজাওয়ান কি’, ‘সো জানে দো’, ‘ওরে প্রিয়া’, ‘মেরে পিয়া ঘর আয়া’, ‘আওগে যাব তুম ও সাজনা’, ‘পেহলি নজর মে’, ‘মেরা গীত আমার কর দো’, ‘কুছ ইস তারাহ’, ‘ও লামহে’, ‘তেরে লিয়ে’, ‘পেহেলি দাফা হে’, ‘তেরে বিন’, ‘হোনা থা পেয়ার’, ‘তু জানে না’, ‘দিল মেরি না সুনে’, ‘ম্যায় রঙ শরবতো কা’, ‘তেরে সাং ইয়ারা’ ইত্যাদি।

বুবলী’র জন্মদিন এবার বৃদ্ধাশ্রমে

আলিয়ঁস ফ্রঁসেজ চলছে একক মিনিয়েচার চিত্র প্রদর্শনী

নাজনীন নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

এক মঞ্চে কাভিশ, শিরোনামহীন ও মেঘদল

লুইপা-চমকের নতুন চমক

১২ গীতিকবিকে নিয়ে মানজুরের বই ‘গীতিজীবন’

শাকিবের ‘প্রিন্সেস’তাসনিয়া ফারিণ

মেহজাবীনের বিরুদ্ধে মামলা করা কে এই আমিরুল?

থাইল্যান্ড থেকে নতুন খবর দিলেন বিজরী

তারকাদের হাত ধরে যাত্রা শুরু ‘বে হিলস’-এর