হোম > বিনোদন

ধানমন্ডিতে শাস্ত্রীয় সঙ্গীতের এক সুরেলা সন্ধ্যা

বিনোদন রিপোর্টার

ধানমন্ডির অডিটোরিয়ামে আলিয়ঁস ফ্রঁসেজ দি ঢাকা আয়োজনে ‘ট্র্যাডিশন অফ মেলোডি’ শিরোনামে হয়ে গেল উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক সুরেলা সন্ধ্যা। অনুষ্ঠানে অংশ নেন স্বনামধন্য অতিথি শিল্পীবৃন্দ ও আলিয়ঁস ফ্রঁসেজের উদীয়মান শিক্ষার্থীরা, যা ছিল উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।

এই মাসের অনুষ্ঠানে মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন বিশিষ্ট অতিথি শিল্পী অনিরুদ্ধ সেন গুপ্ত, সঞ্চিতা রাখি, এবং শান্তা আসমা। অনুষ্ঠানটিতে নতুন ও আন্তরিক মাত্রা যোগ করেছেন আলিয়ঁস ফ্রঁসেজ-এর শিক্ষার্থী আজহা রাফিয়া ইসলাম, যিনি তার উদীয়মান প্রতিভা প্রদর্শন করেছেন।

কিংবদন্তি শিল্পী খুরশীদ আলম এবং লিনু বিল্লাহ-র উপস্থিতি অনুষ্ঠানে একটি বিশেষ মর্যাদা যুক্ত করেছে।

এই সন্ধ্যা সফল করার জন্য বিশেষভাবে সহযোগিতা করেছেন শাদ ফ্যাশন।

‘ট্র্যাডিশন অফ মেলোডি’ প্রতিনিয়ত উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য উদযাপন এবং নতুন প্রজন্মের সঙ্গীত প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ