হোম > বিনোদন

শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘আলোমতি প্রেমকুমার’

বিনোদন রিপোর্টার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে ০১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী, প্রদর্শনী চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ টা থেকে।

আজ,৭ ডিসেম্বর, সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় যাত্রাপালা ‘আলোমতি প্রেমকুমার’।

পালাটির পালাকার জসিমউদ্দিন এবং পরিচালনায় সুমি আক্তার। যাত্রাপালাটি মঞ্চায়ন করেন ভেলানগর নরসিংদীর যাত্রাদল ‘নিউ সুমি অপেরা’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাসেদ মিয়া, আলম মেম্বার, আব্দুল্লা মামুন, রিটন সরকার, হারুন মিয়া, বিমল চন্দ্র মন্ডল, ফারুক মেম্বার, জাকির হোসেন, আনিছুর রহমান, আবু রায়হান, রহিম, আপন, কুদ্দস মিয়া, জীবন, লিটন, শাহাবুদ্দিন, শাহিনুর আক্তার লক্ষ্মী, শিউলী বেগম, সুমি আক্তার, শিউলী বেগম ও লাকি আক্তার প্রমুখ।

নেপথ্য কলা-কুশলী হিসেবে ছিলেন শাকায়ত হোসেন সাগর, আতাউর রহমান আশরাফুর ইসলাম প্রমুখ।

মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি যাত্রাদল, ৩৬টি যাত্রাপালা এবং মহান বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের বিশেষ যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’সহ ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হবে।

যাত্রাপালা প্রদর্শনীর টিকিটের মূল্য ১০০ টাকা। প্রদর্শনীর টিকিট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হবে। এছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট। উল্লেখ্য, প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।

গাজী মাজহারুল আনোয়ারের স্মৃতি সংগ্রহে দিঠি

শোবিজ তারকাদের দেশ ছাড়ার কারণ জানালেন মিশা

বাকযুদ্ধে মেতেছেন আসিফ-সানী

তানজিকার ‘অমীমাংসিত’ ও ‘ডিমলাইট’

লিজার মৌসুমি ব্যস্ততা

উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ইরফান সাজ্জাদের অসৌজন্যমূলক আচরণ

নট আউট আবুল হায়াত

পেছালো সামীরা-ডনসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন দাখিল

নিজেকে ফিলিস্তিনিদের মতো মনে হতো আসিফ আকবরের