হোম > বিনোদন

পুত্রের সিরিজে অভিনয় করবেন শাহরুখ

বিনোদন রিপোর্টার

নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলিউড কিং শাহরুখ খান পুত্র আরিয়ান খান। শিগগিরই সিনেমাটির ‘ফার্স্ট লুক’ প্রকাশিত হতে যাচ্ছে। ছেলের এই নতুন পদযাত্রা উপলক্ষে গত শনিবার শাহরুখ খান তার ‘এক্স’ (সাবেক টুইটার) প্রোফাইলে ‘আস্কএসআরকে’ নামে একটি খোলামেলা আড্ডার আয়োজন করেন। যেখানে তিনি তার ভক্তদের নানা তথ্য দিয়েছেন। সেই আড্ডায় শাহরুখ খান নিশ্চিত করেছেন, এই সিরিজটিতে তিনি নিজেও একটি ‘ক্যামিও’ চরিত্রে দেখা দেবেন। ছেলের কাজের ক্ষেত্রে তিনি একেবারে নিরপেক্ষ জায়গা থেকে মন্তব্য করছেন উল্লেখ করে বলেন, ‘সিরিজটি যেমন বিনোদনে ভরপুর, তেমনই আবেগঘন হতে চলেছে।’

অনলাইনে এক ভক্ত আরিয়ানের সম্ভাব্য নায়ক হিসেবে আত্মপ্রকাশের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘নিজের বাড়িতে আপাতত প্রতিযোগিতা চাই না।’ এছাড়াও এই সিরিজটির প্রযোজক গৌরি খানকে নিয়ে আবেগী হয়ে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, গৌরি সবচেয়ে বেশি গর্ববোধ করছে এই সিরিজের প্রযোজক হিসেবে।’ অনলাইন এই আড্ডায় শাহরুখ খান আরো বলেন, ‘ব্যাডস অব বলিউড’-এ ইন্ডাস্ট্রির আমার অনেক বন্ধু-বান্ধব অংশগ্রহণ করেছেন। আরিয়ানের প্রতি বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। উল্লেখ্য, শাহরুখ খানকে শেষবার দেখা গিয়েছিল রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ সিনেমায় ২০২৩ সালে। তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘কিং’ এখনো নির্মাণাধীন। তবে আরিয়ানের পরিচালনায় প্রথম কাজ ঘিরেই ব্যস্ত সময় কাটাচ্ছে তিনি ও তার পরিবার। ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’