হোম > বিনোদন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারকারা

বিনোদন রিপোর্টার

দলমত, শ্রেণি ধর্ম নির্বিশেষে সবাই দোয়া করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায়। আপসহীন এ নেত্রীর জন্য অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারা।

সামাজিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন ডিপজল। শনিবার নিজের ফেসবুকে শিল্পী সমিতির এ সাধারণ সম্পাদক লেখেন, প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।

রোগমুক্তি কামনা করে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এক ফেসবুক পোস্টে লিখেছেন, বেগম খালেদা জিয়া আপসহীন লড়াকু জননেত্রী, নিশ্চয়ই মহান আল্লাহ্ তার সহায় হবেন। কিছু রাজনৈতিক কুমির ছাড়া ম‍্যাডামের সুস্থতার জন্য আজ পুরো দেশ কাঁদছে, দোয়া করছে। কোনো আবেগের ফাঁদে পা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ দেওয়া উচিত হবে না, কুম্ভীরাশ্রু দেখতে চাই না। আপনি দ্রুত সুস্থ‍ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন ম‍্যাডাম। আপনার অপেক্ষায় এই হতভাগা জাতি দোয়া প্রার্থনায়।

জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও তার সুস্থতা প্রার্থনা করেছেন। রোববার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।

সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তিনি বেগাম জিয়ার সুস্থতা কামনা করেছেন। আজ সোমবার এক পোস্টে তার রোগমুক্তি কামনা করেন লেখেন, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া এখন লাইফ সাপোর্টে আছেন, একজন অসুস্থ মানুষের জন্য দোয়া করা আমাদের ঈমানের অংশ এবং এটা আমাদের নবীজি বলেছেন।

এই তারকা আরও যোগ করেন, আপসহীন নেত্রীর সুস্থতা কামনা করছি। আল্লাহ আপনি সুস্থ করে দিন।

খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ উল্লেখ করে কনকচাঁপার দোয়া

রাজকীয় লুকে পলাশ-ইভানা

১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘খিলাড়ি’

দর্শক মাতালো আজম খানের উচ্চারণ

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিককে লিগ্যাল নোটিশ

মাসুমের কণ্ঠে তারেক আনন্দের ‘অন্ধকারে দেখা হোক’

অবশেষে মীমাংসিত ‘অমীমাংসিত’

আলিয়ঁস ফ্রঁসেজ উপস্থাপন করছে ‘আই অ্যাম দ্য ফিউচার’

শিল্পকলায় বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী

চলচ্চিত্রকার আজহারুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ