‘হাওয়া’ সিনেমার মাধ্যমে দর্শকের নজর কাড়েন অভিনেত্রী নাজিফা তুষি। এবার নতুন সিনেমা রইদ নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক মেজবাউর রহমান সুমন।
নির্মাতা জানান, সিনেমার দৃশ্যধারণ গত বছর সম্পন্ন হয়েছে এবং বর্তমানে এর সম্পাদনার কাজ চলছে। নাজিফা তুষির বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। এছাড়া এ সিনেমায় অভিনয় করেছেন গাজী রাকায়াত।
পরিচালক মেজবাউর রহমান জানিয়েছেন, এ মাসেই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে, এরপর ট্রেলার মুক্তি পাবে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন-জুলাইয়ে রইদ বড় পর্দায় দর্শকের সঙ্গে দেখা করবে। তবে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সিনেমার মুক্তির সময়সূচিকে কিছুটা প্রভাবিত করতে পারে। সিনেমাটি মূলত একটি প্রেমের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হলেও এতে পারিপার্শ্বিক নানা সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ও উঠে এসেছে। সিনেমার বেশির ভাগ দৃশ্য সিলেটের সুনামগঞ্জে ধারণ করা হলেও এটি আঞ্চলিক কোনো ভাষা বা সংস্কৃতির গল্প নয়। নির্মাতার ব্যাখ্যা, গল্প বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করবে।
নির্মাতা আরো জানান, সিনেমাটিতে অনেক অভিনয়শিল্পী প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। দৃশ্যধারণের জন্য খুলনা ও যশোরের প্রথিতযশা থিয়েটার শিল্পীরাও অংশগ্রহণ করেছেন এবং ছয় মাসের গ্রুমিং প্রক্রিয়ার পর শুটিং সম্পন্ন হয়েছে। রইদের প্রাথমিক ঘোষণা চার বছর আগে দেন মেজবাউর রহমান। শুরুতে অভিনেত্রী জয়া আহসান প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন এবং ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৬০ লাখ টাকা পেয়েছিলেন। তবে কাজ শুরুতে বিলম্ব হওয়ায় জয়া অনুদান ফেরত দিয়েছেন। বর্তমানে প্রযোজক হিসেবে যুক্ত আছে ‘বঙ্গ’ এবং সহ-প্রযোজক হিসেবে রয়েছে নির্মাতার ফেসকার্ড প্রডাকশন।