হোম > বিনোদন

দুই ধারাবাহিকে মোশাররফ করিম সাথে মিম চৌধুরী

বিনোদন রিপোর্টার

জনপ্রিয়, গুণী অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী প্রথম অভিনয় করেন ‘ভদ্রলোক’ নাটকে। এরপর তাদের অভিনীত দর্শক সমাদৃত নাটকগুলো হচ্ছে ‘হারামখোর, ‘প্যানিক হাজব্যান্ড’, ‘বাদী যখন বেগম’, ‘বউ একটা প্যারা’ ইত্যাদি। এবার মোশাররফ করিম ও মিম চৌধুরী একসঙ্গে একই পরিচালকের দুটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। দুটি নাটকই নির্মাণ করেছেন শামস করিম। একটি নাটকের নাম ‘রঙ্গিলা পুতুল’, আরেকটি নাটকের নাম ‘৭ কিলো ১ গ্রাম’।

মোশাররফ করিমের সাথে অভিনয় প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা মানেই হলো শেখার অনেক কিছুই থাকে। ভাইয়ার সঙ্গে কাজ করলে অভিনয়ে নতুন অনেক কিছুই শেখা যায়, একটি চরিত্রকে কতটা পারফেক্টলি উপস্থাপন করা যায় তা আরো গভীরভাবে শেখা যায়। ভাইয়ার সঙ্গে যতোই নাটক প্রচার হয় ততোই মনে হয় যে আরেকটু ভালো করতে পারলে আরো ভালো হতো ভালোলাগতো। ভাইয়া নিজেও সচেতন ভাবেই অভিনয়ের খুঁটিনাটি শেখান। আবার এমন অনেক গল্পও আছে যা প্রবল আগ্রহ নিয়েই শুনি, পরবর্তীতে আমাদের কাজে লাগে। শামস করিম ভাইকে ধন্যবাদ দুটো নাটকেই আমাকে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ করে দেবার জন্য।’

মোশাররফ করিম বলেন, ‘দুটি ধারাবাহিকের গল্প স্বাভাবিক ভাবেই দুটি ভিন্ন প্লটের। আর শামস করিম সবসময়ই ভীষণ যত্ন নিয়ে কাজ করে। এরই মধ্যে আমার বন্ধু শামীম জামানেরও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। যেখানে আমি, শামীম, আখম হাসান, জুঁই’সহ আরো অনেকেই আছেন। প্রচারও শুরু হয়ে গেছে নাটকটির। ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’ও শিগগিরই প্রচারে আসবে। মিম এখন বেশ ভালো অভিনয় করছে। অভিনয়ের প্রতি তার ভালোবাসাটা প্রবল এবং ভালো করার চেষ্টা বা সংগ্রামটা তারমধ্যে আমি দেখেছি। সে আগামীতে আরো অনেক ভালো করবে। দুটি ধারাবাহিকেই মিম ভালো করার চেষ্টা করেছে। আশা করছি দুটি ধারাবাহিক প্রচারে এলে দুটি ধারাবাহিকই দর্শকের ভালো লাগবে।’

‘রঙ্গিলা পুতুল’ নাটকটির রচয়িতা মানস পাল। ‘৭ কিলো ১ গ্রাম’ নাটকটির রচয়িতা জুয়েল এলিন। এরই মধ্যে দুটি নাটকের শ্যুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনার কাজ। শিগগিরই নাটক দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ