দৃক পিকচার লাইব্রেরি আয়োজনে ঢাকার পান্থপথে দৃকপাঠ ভবনে চলছে মোহাম্মদ জাকির হোসেন-এর সপ্তাহব্যাপী প্রদর্শনী ‘গায়েন অরণ্য’।
গতকাল শুক্রবার, ঢাকার পান্থপথস্থ দৃকপাঠ ভবনে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক, আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলম, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিউট এর ফিল্ম ও টেলিভিশন বিভাগের অধ্যক্ষ খ ম হারুন, এবং গবেষক ও শিল্পী মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৃকের জেনারেল ম্যানেজার ও প্রদর্শনীটির কিউরেটর এএসএম রেজাউর রহমান।
বাঙালি ঐতিহ্য যেমন বর্ণিল, তেমনি লোকজ সংস্কৃতিতে ভরপুর। শিল্পী জাকির হোসেন লোকজ বাদ্যযন্ত্র এবং এতে প্রাকৃতিক উপাদান ব্যবহারের উপর দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। উপাদানের তারতম্যের কারণে সুরের আবহের যে প্রবর্তন হয় তা উপস্থাপনা করা হয়েছে এই প্রদর্শনীতে। প্রকৃতি এবং সঙ্গীতের ভেতর সম্পর্ককে নতুন করে দেখতে শেখানোর এই আয়োজনে থাকছে বীজ থেকে কাঠ, কাঠ থেকে যন্ত্র এবং সুরের যাত্রা।
প্রদর্শনীর অংশ হিসেবে আগামীকাল ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টায় থাকছে শিল্পীর গবেষণায় তার চাচা আকবর আলী মণ্ডলের কাছ থেকে প্রাপ্ত ৮০০ বছরের প্রাচীন পুথি পাণ্ডুলিপি দেখা ও শোনার আয়োজন।
প্রদর্শনীটি চলবে আগামী ২২ নভেম্বর ২০২৫, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত, দৃকপাঠ ভবনের লেভেল ২- এর দৃক গ্যালারিতে।