বলিউডের বাদশা শাহরুখ খানকে নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। অভিনয় দিয়ে বিশ্বের সিনেমাপ্রেমীদের মাতিয়ে রেখেছেন এ অভিনেতা। সেই তাকেই ‘একঘেয়ে অভিনেতা’ বলে মন্তব্য করেছেন নাসিরুদ্দিন শাহ।
এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল, খান-কুমার-দেবগনদের মধ্যে কার অভিনয় সবচেয়ে বেশি ভাল লাগে? উত্তরে নাসিরুদ্দিন জানিয়েছিলেন, তিনি প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন। তবে আলাদা করে এদের অভিনয় দেখার জন্য কোনোদিন কোনো চেষ্টা করেননি। যদিও এদের মধ্যে অক্ষয় কুমারের কথা আলাদা করে বলেন তিনি।
বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘একমাত্র অক্ষয় কুমারকে আমি খুব পছন্দ করি। কারও সাহায্য ও কোনও গডফাদার ছাড়াই নিজের জায়গা তৈরি করেছে সে। অভিনয় করারও যোগ্যতা রয়েছে ওর। বহু দিন ধরে কাজ করার পরে সে ভাল অভিনেতা হয়ে উঠতে পেরেছে।’
এর পরেই তাকে আলাদা করে শাহরুখ খানের কথা জিজ্ঞাসা করা হয়। তিনিও কোনো সাহায্য ছাড়াই নিজের জায়গা করে নিয়েছেন বলিউডে। এই প্রসঙ্গে নাসিরুদ্দিন বলেন, ‘হ্যা ও নিজের ক্ষমতায় এমন জায়গা তৈরি করেছে, যার জন্য আমি ওকে পছন্দ করি। কিন্তু অভিনেতা হিসেবে ও দিন দিন একঘেয়ে হয়ে যাচ্ছে।’
উল্লেখ্য, দীর্ঘ দিন বিরতিতে থাকার পরে ২০২৩ সালে ফের অভিনয়ে ফেরেন শাহরুখ খান। সেই বছর মুক্তি পায় তার তিনটি ছবি— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। বর্তমানে তিনি তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত।