হোম > বিনোদন

‘মায়ের শাসন’-এ নতুন এক হিমি

বিনোদন রিপোর্টার

সাধারণত হাসির গল্পের নাটককে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিকে বেশি দেখে থাকেন দর্শক। তবে এবার ছোট পর্দায় নতুনভাবে নিজেকে তুলে ধরতে যাচ্ছে জনপ্রিয় এই তারকা। যেখানে থাকছে এক মায়ের ভালোবাসা আর শাসনের বেড়াজালে বন্দি এক তরুণীর গল্প।

নাটকের নাম ‘মায়ের শাসন’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকে মা ও মেয়ের কেন্দ্রীয় দুই চরিত্রে থাকছেন মনিরা আক্তার মিঠু ও জান্নাতুল সুমাইয়া হিমি।

সন্তানের ভুলে পথে পা বাড়ানো নিয়ে মায়ের শাসন, কতটা গুরুত্ব বহন করে, সেই সত্যিটা তুলে ধরা হবে এই নাটকের মাধ্যমে।

নাটক প্রসঙ্গে হিমি বলেন, ‘এটি আমার অভিনয় ক্যারিয়ারের ভিন্নধর্মী একটি কাজ। যেখানে দর্শক নতুন এক হিমির দেখা পাবেন। কারণ, এতে শুধু নতুন চরিত্র নয়, ভিন্নরকম এক গল্প তুলে ধরা হয়েছে। যে-সব গল্প আমাদের চলমান জীবনধারার প্রতিচ্ছবি হয়ে দর্শক মনে ছাপ ফেলে, ‘মায়ের শাসন’ তেমনই এক গল্পের নাটক। এতে একজন মায়ের ত্যাগ, ধৈর্য, ভালোবাসা ও কঠোর মনোভাব তুলে আনা হয়েছে।’

মনিরা আক্তার মিঠু ও জান্নাতুল সুমাইয়া হিমির পাশাপাশি এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে দেখা যাবে রকি খান, রিমু রোজা খন্দকার, আলমগীর হোসেন, মুহিত তমাল, ফয়াজ ফারাবী, মাফিয়া বিথি, মিনু সিরজাসহ আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে।

শিগগিরই নাফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘মায়ের শাসন’ নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলেও নির্মাতা জানান।

নির্মিত হতে যাচ্ছে ম্যারাডোনাকে নিয়ে অ্যানিমেশন সিরিজ

মুনীর চৌধুরী স্মরণে থিয়েটারের আয়োজন

গানে গানে ভোলা-বরিশাল সেতুর দাবি আসিফ আলতাফের

সালমান শাহর মৃত্যুর বিচারের দাবিতে শহরজুড়ে পোস্টারিং

মিথিলার সঙ্গে কী হয়েছিল ‘থার্সডে নাইট’–এ

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে প্রদর্শনী ‘২২’

দীর্ঘদিন দেশে থাকার পরিকল্পনা নিয়ে ফিরলেন রিজিয়া পারভীন

দুই রাজের ‘ওমর’ এবার অ্যামাজন প্রাইমে

প্রকাশ পেল সালমার ‘বন্ধু কী মন্ত্রণা জানে রে’

তৌসিফের ‘ফার্স্ট লাভ’ নীলা