হোম > বিনোদন

আরশিনগরের ‘সিদ্ধার্থ’ শিল্পকলার মঞ্চে

বিনোদন রিপোর্টার

নাট্যদল আরশিনগরের চতুর্থ প্রযোজনা ‘সিদ্ধার্থ’ এসেছে ঢাকার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। বুধবার থেকে শুরু হয়ে গতকাল পর্যন্ত টানা তিনদিনে নাটকটির চারটি প্রদর্শনী হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় ও সন্ধ্যা সাড়ে ৭টায় ছিল আরো দুটি প্রদর্শনী। এর আগে দুই ধাপে এই নাটকের ১১টি প্রদর্শনী হয়েছে বলেও জানিয়েছে আরশিনগর। নোবেলজয়ী সাহিত্যিক হেরমান হেসের লেখা উপন্যাসটির অনুবাদ করেছেন জাফর আলম। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।

গৌতম বুদ্ধের আরেক নাম সিদ্ধার্থ হলেও হেরমান হেসের সিদ্ধার্থ গৌতম বুদ্ধ নয় জানিয়ে নির্দেশক রেজা আরিফ বলেন, ‘গৌতম বুদ্ধের ঔজ্জ্বল্যে আড়াল হয়ে পড়া গৌতমের ব্যক্তিগত মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে।’ নাটকের গল্পে দেখা যাবে, ব্রাহ্মণ কুমার সিদ্ধার্থ বাবার অমতে ঘর ছাড়ে এবং সন্ন্যাস জীবন গ্রহণ করেন। দীর্ঘ তিন বছর সন্ন্যাসব্রতের কঠোর সাধনা, আত্মনিগ্রহ, উপবাস, দৈহিক নির্যাতনের পর সন্ন্যাস জীবন ত্যাগ করেন তিনি। এরপর সৌভাগ্য হয় বুদ্ধের সাক্ষাৎ লাভ ও উপদেশ শোনার আশ্চর্য অভিজ্ঞতার। কিন্তু বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ না করে পথে বেরিয়ে পড়েন সিদ্ধার্থ। পরিচয় হয় নতুন এক জীবনের সঙ্গে। সে জীবনের নাম সংসার-সন্তান লাভের খেলা। দীর্ঘ ২০ বছর সে জীবনের নেশায় থাকার পর সিদ্ধার্থের মনে হয় এ খেলা শেষ হয়েছে। সিদ্ধার্থ সে জীবন ত্যাগ করে আশ্রয় নেন নদীর কাছে। নদীর কাছে থাকতে থাকতে সিদ্ধার্থ শেখেন নদীর ভাষা। উপলব্ধি করেন জীবনের বৃহত্তর মানে। জীবন ও মৃত্যু, পাপ ও পুণ্য, বোধ ও নির্বুদ্ধিতাÑসবকিছুরই প্রয়োজন আছে জীবনে। এসব অভিজ্ঞতা জীবনকে পূর্ণ করে। এ অভিজ্ঞতার নামই জ্ঞান। যা কাউকে শেখানো যায় না; অর্জন করতে হয়।

রেজা আরিফ বলেন, ‘প্রযোজনাটির চূড়ান্ত মনোযোগ জীবনোপলব্ধির প্রতি, বাহ্যিক আভরণে নয়। নাটক শেষ করে জীবন সম্পর্কে নতুন ধারণা আর অজস্র প্রশ্ন নিয়ে বের হবেন থিয়েটার থেকে।’ নাটকে অভিনয় করবেন পার্থ প্রতিম, কাজী নওশাবা আহমেদ, জিনাত জাহান নিশা, ওয়াহিদ খান সংকেত, নাজমুল সরকার নিহাত, মাঈন হাসান, রেফাত হাসান সৈকত, ইসনাইন আহমেদ জিম, শাহাদাত নোমান, মাইনউদ্দিন বাবু, প্রিন্স সিদ্দিকী, এসএম মাহফুজুর রহমান, আরিফুল ইসলাম নীল, আলী আক্কাছ আকাশ, পলি পারভীন, আজমেরী জাফরান রলি, প্রজ্ঞা প্রতীতি, জিতাদিত্য বড়ুয়া, নাসিম পারভেজ প্রভাত, জেরিন চাকমা, ক্যামেলিয়া শারমিন চূড়া, সাজ্জাদুল শুভ, নাফিসা নূর নোভা, দেবাশীষ চন্দ্র দুর্লভ প্রমুখ।

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে পড়ে আইসিইউতে জামাইকা

পার্থ বড়ুয়ার নব্বই দশকের গল্প

প্রীতম-প্রতীকের ‘লাইভ ইন অস্ট্রেলিয়া’

সোলজারের ঝলক দেখালেন তিশা

শাকিব খানের শুটিং স্পটে ভূমিকম্পের আতঙ্ক

বুবলী’র জন্মদিন এবার বৃদ্ধাশ্রমে

আলিয়ঁস ফ্রঁসেজ চলছে একক মিনিয়েচার চিত্র প্রদর্শনী

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের টানে ঢাকায় আতিফ আসলাম

নাজনীন নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

এক মঞ্চে কাভিশ, শিরোনামহীন ও মেঘদল