হোম > বিনোদন

মুক্তির ৫১ দিন আগেই রেকর্ড গড়ল ‘ওয়ার ২’

বিনোদন ডেস্ক

হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের আসন্ন ছবি ‘ওয়ার ২’ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দর্শকরা। ছবিতে দুই সুপারস্টারকে একসঙ্গে অ্যাকশন করতে দেখা যাবে। সম্প্রতি ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে এতটাই উত্তেজনা যে মুভি টিকিট বুকিং প্ল্যাটফর্মে দেড় লক্ষেরও বেশি লাইক পেয়েছে ‘ওয়ার ২’। অর্থাৎ ছবি মুক্তির ৫১ দিন আগে থেকেই এত মানুষ ছবিটি দেখার আগ্রহ দেখিয়েছেন।

টুইটারে এক ভক্ত লিখেছেন, ‘ওয়ার টু ছবিটি দেখার জন্য দেড় লাখ মানুষ আগ্রহ দেখিয়েছেন। এই ফলাফল ছবি মুক্তির ৫১ দিন আগে, এখনও কতদিন বাকি, তাহলেই ভাবুন মুক্তির আগে সংখ্যা কোথায় পৌঁছবে। এই সিনেমাটি প্রেক্ষাগৃহে বিস্ফোরণ ঘটাতে চলেছে। ‘ওয়ার টু’ নিয়ে দর্শকদের মধ্যে আলাদাই উত্তেজনা রয়েছে। এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে এমনই দুই বড় সুপারস্টারকে। দুজনের মধ্যে দারুণ অ্যাকশন হবে। এ ছাড়া একটি নাচের দৃশ্যের শুটিংও করা হয়েছে।’

ছবির বাজেটের কথা বললে, ২০০ কোটি টাকায় তৈরি হয়েছে এই ছবি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুনিয়র এনটিআর তার পারিশ্রমিক কমিয়ে মাত্র ৩০ কোটি টাকা করেছেন। অন্যদিকে সুপারস্টার হৃতিক রোশন নিয়েছেন ৪৮ কোটি টাকা। ১৫ কোটি টাকার বিনিময়ে এই ছবি করেছেন কিয়ারা আডবানি। ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় নিয়েছেন ৩২ কোটি টাকা। আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি।

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ