হোম > বিনোদন

শেষ হলো শিরোনামহীনের বাতিঘর

বিনোদন রিপোর্টার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোনামহীনের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ চমক প্রকাশ হলো। মুক্তি পেল ‘এই অবেলায়-২’। দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এক জমকালো প্রেস কনফারেন্স ও প্রিমিয়ার শোয়ের মাধ্যমে প্রকাশ করা হয় গানচিত্রটির দুই ভাষার সংস্করণ। বাংলা ভার্সন ‘এই অবেলায়-২’ এবং ইংরেজি ভার্সন ‘রিমেম্বার মি’—দুটি গানই অন্তর্জালে প্রকাশ হলো কাছাকাছি সময়ে। এই প্রকাশের মাধ্যমে শিরোনামহীন আনুষ্ঠানিকভাবে ‘বাতিঘর’ অ্যালবাম প্রকাশনার সমাপ্তি ঘোষণা করে।

ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ব্যান্ড লিডার জিয়াউর রহমান জানান, বরাবরের মতোই ‘বাতিঘর’ অ্যালবামটি আগামী বইমেলায় কিউআর কোড-সংবলিত বই আকারে প্রকাশ করা হবে, যাতে শ্রোতারা গান শোনার পাশাপাশি লিরিক ও গানের পেছনের গল্প জানার অভিজ্ঞতা নিতে পারেন। গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ইংরেজি ভার্সন অনুবাদ করেছেন সারিকা রেশ রহমান। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান। কিছু দৃশ্যে স্থিরচিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। তবে বিশেষ করে গানচিত্রে নীল জলে নীল হুরেরজাহানের ভেসে থাকার দৃশ্য আর অভিনয় যেন গানের কথা ও সুরের আবেদনে বাড়তি মাত্রা যোগ করেছে।

জিয়াউর রহমান বলেন, ‘আমরা গানের মানুষ, গানের সৃষ্টিতেই আমাদের সার্থকতা। ব্যান্ড মানেই ক্রিয়েটিভ সত্তা। এ জন্যই ব্যান্ড করি। সৃষ্টির প্রতি আগ্রহ না থাকলে ব্যান্ড করার আগ্রহ থাকত না। শুধু পেশার খাতিরে এবং উপার্জনের স্বার্থে মিউজিক না করে, গানের প্রতি ভালোবাসা আর শ্রোতাদের প্রতি কমিটমেন্টের সুবাদে নতুন গান, নতুন অ্যালবাম প্রকাশ করা ক্রিয়েটিভ মিউজিসিয়ানদের দায়িত্ব।’

দলের অন্যতম কম্পোজার কাজী আহমেদ শাফিন বলেন, ‘শিরোনামহীন বর্তমানে ব্যান্ডের ইতিহাসে সর্বাধিক ব্যস্ত সময় পার করছে। এত লাইভ পারফরম্যান্স ও মিউজিক্যাল এনগেজমেন্ট এর আগে ঘটেনি। এ সফলতা আমাদের আরো নতুন কিছু তৈরি করতে অনুপ্রাণিত করছে।’

গিটারিস্ট সুদীপ্ত সিনহা বলেন, ‘বাতিঘর ছিল একটি আনপ্লাগড অ্যালবাম। সামনে আমরা আবার প্লাগড সাউন্ডে ফিরে গিয়ে এক্সপেরিমেন্টাল ও ইউনিক অ্যারেঞ্জমেন্টে মনোযোগ দেব।’

সম্প্রতি কানাডা সফর শেষে দেশে ফেরার পর টানা একাধিক লাইভ পারফরম্যান্স করছে শিরোনামহীন। একই সঙ্গে ‘বাতিঘর’ অ্যালবামের বাইরেও নজরুল ইনস্টিটিউটের প্রজেক্টে ‘কাণ্ডারি হুঁশিয়ার’ এবং বিটিভির মৌলিক গানের প্রজেক্টে শহীদ মাহমুদ জঙ্গীর লেখায় ফোয়াদ নাসের বাবুর সুরে ‘একঝাঁক তরুণ’ শিরোনামের গান রেকর্ড করেছে।

শুটিং হবে কবিরপুর ফিল্ম সিটিতে, এফডিসি থাকবে গবেষণার জন্য

‘হাওয়া’র পর আসছে নাজিফা তুষির ‘রইদ’

‘ধ্বজো মেস্তরীর মরণ’ এবার কমলগঞ্জের নটমণ্ডপে

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে কার্লাস-এর শিল্পকর্ম প্রদর্শনী

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বকুলের ‘ঝরা পাতার চিঠি’

ওমরা পালনে ওমর সানী

বিজয়ের মাসে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘সিরাজউদ্দৌলা’

গাজী মাজহারুল আনোয়ারের স্মৃতি সংগ্রহে দিঠি

শোবিজ তারকাদের দেশ ছাড়ার কারণ জানালেন মিশা

বাকযুদ্ধে মেতেছেন আসিফ-সানী