হোম > বিনোদন

নতুন বছরে সিয়ামের নতুন চ্যালেঞ্জ

বিনোদন রিপোর্টার

২০২৫ সালকে বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুন বছর ২০২৬। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় নতুন বছরকে। সাধারণ মানুষের মতোই বিনোদন অঙ্গনের তারকাদেরও থাকে নতুন পরিকল্পনা। ব্যক্তিগত জীবন হোক কিংবা পেশাগত লক্ষ্য-কীভাবে ২০২৬ সালকে আরও অর্থবহ করে তুলতে চান, সে কথা জানালেন অভিনেতা সিয়াম আহমেদ।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়াম লিখেছেন, ‘গেল বছরটা শুরু হয়েছিল অনেক আশঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে। ঠিক সেই সময়েই বিনোদনের কাজটা আরও বেশি জরুরি হয়ে ওঠে-মানুষকে একটু হলেও বাস্তবের চাপ থেকে দূরে নিয়ে যাওয়া, কিছুক্ষণ হাসানো, কাঁদানো কিংবা নতুন একটা জগতে নিয়ে যাওয়া।’

‘জংলি’ সিনেমা নিয়ে সিয়াম বলেন, ‘লাখো মানুষ পরিবার নিয়ে সিনেমা হলে এসেছেন ‘জংলি’ দেখতে। আপনারা হেসেছেন, কেঁদেছেন, পরম মমতায় আমাকে জড়িয়ে ধরেছেন। সিনেমা হলে লুকিয়ে লুকিয়ে আমি দেখেছি, বাবা সন্তানকে আগলে ধরে বসে আছেন, মায়ের চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে। বিশ্বাস করুন, আপনাদের সেই ভালোবাসা দেখে আমারও চোখ ভিজে উঠেছে। একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় আরমান মনসুর নামে ক্যামিও ছিল সিয়ামের। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘আপনারা জনি কিংবা জংলিকে যেমন আপন করে নিয়েছেন, তেমনি আরমান মনসুরকে দেখেও বিস্মিত হয়েছেন। অল্প সময়ের একটি চরিত্রকে ঘিরে আপনারা পোস্টার, মিম, ভিডিও ম্যাশআপ, এমনকি বিজিএম বানিয়ে পাঠিয়েছেন, সে ভালোবাসা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। একজন অভিনেতা হিসেবে সব সময় নিজেকে চ্যালেঞ্জ করাই আমার লক্ষ্য।’

নতুন বছরের পরিকল্পনা নিয়ে সিয়াম লেখেন, ‘এবার নতুন চ্যালেঞ্জের পালা। নতুন বছরে আপনাদের জন্য আসছে আরও নতুন চরিত্র, আরও নতুন গল্প। আমি সিনেমায় অভিনয় করি দর্শকদের জন্যই, দর্শকের ভালো লাগা-মন্দ লাগাই আমার সবচেয়ে বড় অর্জন। তাই এমন কিছু গল্প হাতে নিয়েছি, যেখানে আবারও রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠব।’

সবশেষে সিয়াম লিখেছেন, ‘সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন, পপকর্নের বক্সটা কাছে রাখুন— কারণ, আমি স্ক্রিনে আগুন ধরিয়ে দেব। আমার সিনেমা পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা।’

আলোচনায় ‘কোটিপতি’ জোভানের মধ্যবিত্ত জীবন

নতুন বছরে ভীষণ পজিটিভ থাকার চেষ্টা করবো: কণা

নতুন ধারাবাহিক দিয়ে মৌসুমী হামিদের নতুন বছর শুরু

‘খালেদা জিয়া গ্রেসফুলি যে লড়াই করেছেন, জীবদ্দশায় তার ফল দেখে গেছেন’

নির্বাচনী প্রচারনা’র থিম সং গাইলেন তারা

কুমার বিশ্বজিৎ-এর সুরে আসছে মৌমিতার গান

ধীরে ধীরে খালেদা জিয়াকে শেষ করে দেয়ার কঠিন চেষ্টা হয়েছে

‘আমি আর আপনাকে সেই গান দুটি শোনাতে পারলাম না’

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যা বললেন বেবী নাজনী‌ন

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন অনুষ্ঠান বন্ধ রেখেছে শিল্পকলা