হোম > বিনোদন

‘আমরা গর্বিত, আমাদের একজন বেগম খালেদা জিয়া আছেন’

বিনোদন রিপোর্টার

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে আধিপত্য বিস্তার করে চলেছেন। বরাবরই স্পষ্টবাদী একজন মানুষ। গানের পাশাপাশি তিনি রাজনীতিতেও সরব। সবাই জানেন, গানের এই শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় বেশ সরব। এই মাধ্যমে গান-বাজনার পাশাপাশি ব্যক্তিজীবন ও সমসাময়িক নানা বিষয় তিনি শেয়ার করেন ভক্ত-শ্রোতাদের সঙ্গে।

এরই ধারাবাহিকতায় আসিফ আকবর গতকাল শনিবার তার ফেসবুক টাইমলাইনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরছেন আপন ঠিকানায়। কাতার সরকারের পাঠানো রাজকীয় বিমানে চিকিৎসা নিতে লন্ডন গিয়েছিলেন, ফিরবেন ৫ মে, ইনশাআল্লাহ। বেগম জিয়ার জন‍্য বর্তমান অন্তর্বর্তী সরকার স্পেশাল এয়ার অ‍্যাম্বুলেন্সের ব‍্যবস্থা গ্রহণ করেছিলেন, সরকারকে ধন‍্যবাদ। হিথ্রোর মতো ব‍্যয়বহুল বিমানবন্দরে সরকারি টাকার মচ্ছব এড়ানোর জন‍্য তিনি বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকা আসে। ম‍্যাডামের জন‍্য বিমান কর্তৃপক্ষ চেয়েছিল ফ্লাইটটি যেন সরাসরি ঢাকা আসে, পরে সিলেট যাবে। তিনি বিমানের নিয়মিত রুটের নিয়ম ভাঙতে চাননি, বাকি সাধারণের মতো সিলেট হয়েই ফিরবেন আপন আলয়ে। বাংলাদেশ বিমানকেও ধন‍্যবাদ জানাই ম‍্যাডামকে যথাযথ সম্মান জানানোর জন‍্য।’

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তিনি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক। সারাটা জীবন দেশটার জন‍্যই ভেবে গেলেন, কষ্ট করলেন, অত‍্যাচারিত হলেন। আমরা গর্বিত, আমাদের একজন বেগম খালেদা জিয়া আছেন, যিনি জাতীয় ঐক‍্যের প্রতীক। বাংলাদেশ আপনার অপেক্ষায়, আপনার সুস্থ‍তা আর দীর্ঘায়ু কামনা করি ম‍্যাডাম।’

সবশেষে জনদুর্ভোগের বিষয়টি সবাইকে মনে করিয়ে দিয়ে তিনি লিখেছেন, ‘ম‍্যাডামের আগমন উপলক্ষে বিমানবন্দরে গিয়ে হাঙ্গামা না করলেই ভালো। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার সিদ্ধান্ত হবে আরো মহত্তর।’

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ