হোম > বিনোদন

তৌসিফ-তটিনী’র ‘ব্রেকিং নিউজ’

বিনোদন রিপোর্টার

সিরিয়াস চরিত্র কিন্তু বেশ মজা করেই দর্শকদের সামনে তা হাজির করেছেন এই সময়ের জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। নাটকের নাম ‘ব্রেকিং নিউজ’।

আগামীকাল বৃহস্পতিবার রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘ব্রেকিং নিউজ’ নাটকটি। রচনা ও পরিচালনা করেছেন ইমরোজ শাওন। এখানে শীর্ষ সন্ত্রাসী ইফতি চরিত্রে দেখা যাবে তৌসিফকে আর ‘ক্রাইম ওয়াচ’ টিভি অনুষ্ঠানের সঞ্চালক-প্রতিবেদক মারিয়া চরিত্রে অভিনয় করেছেন তটিনী।

গল্পে দেখা যাবে, ইফতি দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। আতঙ্কের এক নাম। দেশের বড় বড় ক্রাইম যেমন কিডন্যাপ, প্রতিষ্ঠান দখল, বড় বড় টেন্ডার দখল, এমনকি বিগশট মার্ডারের সাথে তার সম্পৃক্ততা সবাই জানে। কিন্তু কে এই ইফতি তা প্রশাসন খুঁজে বের করতে পারেনি। ইফতির একটি গ্যাং আছে, তারা কে কোথায় থাকে কেউ জানেনা। শুধু ইফতির ইনফরমেশনে সবাই এক হয় একটি বাড়িতে। ইফতি খুব স্মার্ট আর সবসময় শ্যুটেড বুটেড থাকে।

একদিন একটি ক্রাইম করে তারা বের হয়ে আসে আর সেখানে উপস্থিত হয় ক্রাইম রিপোর্টার মারিয়া মম। সে দেশের নামকরা চ্যানেল নিউজ সেভেন-এর ক্রাইমওয়াচ প্রোগ্রামের সঞ্চালক ও রিপোর্টার। রাতে ইফতি টিভির সামনে বসে টিভি দেখছে। আর তখন চ্যানেল সেভেন-এর ‘ক্রাইম ওয়াচ’ অনুষ্ঠানটি চোখে পড়ে। সেখানে আজকের ঘটনাটি সম্পর্কে বলা হচ্ছে।

মারিয়া বারবার এই ক্রাইমে ইফতির জড়িত থাকার ব্যাপারটি ফলাও করে বলছে আর পুলিশকে প্রশ্ন করছে কেন ইফতিকে এখনো গ্রেফতার করা যাচ্ছে না।

একদিন ইফতি তার গ্যাংকে বলে মারিয়াকে তুলে নিয়ে আসতে। এক ঘণ্টার মধ্যে মারিয়াকে চোখ বেঁধে তুলে আনা হয়। ইফতির সামনে একটি চেয়ারে বসানো হয়। চোখ খোলার পর মারিয়া ইফতিকে দেখে চিৎকার করে বলে তাকে কেন এখানে তুলে আনা হয়েছে। ইফতি বলে সে সামনে থেকে তার লাইভ দেখতে চায়। রাগে ক্ষোভে মারিয়া বলে এর ফলাফল ভালো হবে না। ইফতি শুধু হাসে আর মারিয়াকে দেখে। এরপর থেকে বদলে যেতে থাকে গল্প।

ভিউয়ের রেকর্ড গড়লো পারিবারিক গল্পের নাটক ‘এটা আমাদেরই গল্প’

পার্শ্ব থেকে প্রধান চরিত্রে অভিনয় করেই শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি

নির্বাচনের প্রতিশ্রুতি ভোটের পরও যেন বজায় থাকে : তৌসিফ

শুরু হচ্ছে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিভ্রান্তি

এবার নির্বাচনি গান তৈরির হিড়িক জমজমাট ভোটের মাঠ

আবারো পরিচালনায় আবুল হায়াত

প্রকাশ্যে ফারহান-মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’

দীর্ঘদিন পর বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’

আসছে মেঘদলের নতুন গান