শুক্রবার বা ছুটির দিন হওয়ায় থার্সডে নাইট ব্যস্তময় জীবন থেকে যেন একটু মুক্তির সময়। বন্ধুদের সঙ্গে এমন এক আড্ডায় মুখর হতে চেয়েছিলেন কয়েক বন্ধু। কিন্তু সেই আড্ডা তাদের জীবনে প্রশান্তি তো আনেইনি বরং তৈরি করেছে সমস্যা। কী এবং কেন সেই সমস্যা? চরকি ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’ গল্পে পাওয়া যাবে সব উত্তর। আগামীকাল বুধবার রাত ১২টায় (২৭ নভেম্বর) কনটেন্টটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
‘থার্সডে নাইট’ মূলত বন্ধুদের নিয়ে ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার গল্প এবং সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। কনটেন্টটি নির্মাণ করেছেন ‘ঘুমপরী’ খ্যাত পরিচালক জাহিদ প্রীতম।
জাহিদ প্রীতম জানান, ‘থার্সডে নাইট’– এর গল্পটি এদেশে ঘটে যাওয়া একটি অপরাধমূলক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন তিনি। নির্মাতার দাবি ফ্ল্যাশ ফিকশনটিতে তিনি একটি ঘটনাকে কয়েকজনের দৃষ্টিতে দেখানোর চেষ্টা করেছেন, যেটাকে তিনি বলছেন ‘রশোমন ইফেক্ট’। জাহিদ প্রীতম বলেন, ‘গল্পটি কয়েকজনের দৃষ্টিতে বলার চেষ্টা আছে ঠিকই, কিন্তু এর ফলাফল দর্শকদের কাছেই। এখানে দর্শকরাই মূল বিচারক।’
এরইমধ্যে (২৪ নভেম্বর বিকেল ৪টায়) প্রকাশ পেয়েছে ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’–এর ট্রেলার। যেখানে ধারণা পাওয়া গেছে ‘থার্সডে নাইট’-এর পার্টি, নির্দিষ্ট একটা সময়ের স্মৃতি মনে না পরার মতো ঘটনা এবং সেই ভুলে যাওয়া সময়টাই পুলিশের তদন্ত করে বের করার প্রয়াস। ফ্ল্যাশ ফিকশনটিতে বন্ধুদের চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিল সহ অনেকে। আর পুলিশের চরিত্রে আছেন সামিরা খান মাহি। মিথিলার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বন্ধু–পুলিশ এবং একজন ড্রাইভারের নানা ঘটনায় এগিয়ে গেছে কাহিনি।
বিনোদন জগতে তানজিয়া জামান মিথিলা এবং সামিরা খান মাহির বন্ধুত্বের কথা চাউর আছে। দুজনেই দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনেকদিন ধরেই। তবে এটি তাদের একসঙ্গে প্রথম কোনো ফিকশন, জানান মাহি।
অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, ‘মিথিলার জন্যই আমার এই কনটেন্টে কাজ করা। আমরা প্রায়ই আমাদের কাজ নিয়ে আলোচনা করতাম। যখন সুযোগ এল একসঙ্গে কাজ করার, তখন আর না করিনি।’
এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন মাহি। জানান, পহেলা বৈশাখের দিনে এই কনটেন্টের শুটিং করেছিলেন। আসামী পেটানোর দৃশ্য ছিল সকাল বেলা। সেই দৃশ্যের শুটিং শেষ করে দুপুরে ওই শাড়ি পরেই উদযাপনে মেতেছিলেন তিনি।
রোমান্টিক চরিত্রে এ সময়ের দর্শকদের অন্যতম পছন্দের অভিনেতা ফররুখ আহমেদ রেহান। এখানে অবশ্য অন্যরকম। ছাত্রজীবনের রাফ–টাফ আর সামান্য রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সময়ের আলোচিত তরুণ অভিনেতা সৌম্য জ্যোতি এ কনটেন্টের কয়েক বন্ধুর একজন এবং মিথিলার খুব কাছের বন্ধু।
ফ্ল্যাশ ফিকশনটির গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন জাহিদ প্রীতম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ, রেহনুমা আলম ঐশী।