হোম > বিনোদন

কানাডার থিয়েটারে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ

সিনেমা হলে হামলা

বিনোদন রিপোর্টার

‘কানতারা: আ লিজেন্ড চ্যাপটার ১' সিনেমার দৃশ্য। বামে হলে অগ্নিসংযোগকারীরা। ছবি: সংগৃহীত

কানাডার ওন্টারিও প্রদেশের একটি সিনেমা হলে গত সপ্তাহে দুটি পৃথক ঘটনায় অগ্নিসংযোগ ও গুলি চলেছিল। এই ঘটনার পরে বেশ কয়েকটি ভারতীয় ছবির প্রদর্শনী স্থগিত করেছে। ওকভিলের ফিল্ম.সিএ সিনেমার কর্তৃপক্ষ দাবি করেছে, গত সপ্তাহের হামলাগুলিকে দক্ষিণ এশীয় চলচ্চিত্রের প্রদর্শনীকে নিশানা করে চালানো হয়েছিল। এই আবহে ঋষভ শেট্টির ‘কান্তরা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ এবং পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’র শো বন্ধ করা হয়েছে সিনেমা হলে।

গত ২৫ সেপ্টেম্বর ভোর ৫টা ২০ মিনিটে প্রথম হামলার ঘটনা ঘটেছিল থিয়েটারে। হ্যাল্টন পুলিশের মতে, লাল গ্যাসের ক্যান বহনকারী দুই সন্দেহভাজন ‘থিয়েটারের বাইরের প্রবেশদ্বারে আগুন জ্বালানোর জন্য একটি দাহ্য তরল ব্যবহার করেছিল।’

পুলিশ বলে, ‘সিনেমা হলের বাইরের অংশেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। এই অগ্নিসংযোগের ঘটনায় থিয়েটারটির মাঝারি ক্ষতি হয়েছিল।’

ফিল্ম.সিএ অনলাইনে শেয়ার করা একটি নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে দেখা গেছে যে রাত ২টার দিকে একটি ধূসর রঙের এসইউভি গাড়ি থিয়েটারের সামনে আসে। হুডি পরা একজন ব্যক্তি থিয়েটারের প্রবেশপথটি ঘুরে গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন। একই গাড়ি আবার দুবার পার্কিং লটে ফিরে আসে। ভোর ৫টা ১৫ মিনিটের দিকে একটি এসইউভি সাদা গাড়ি প্রবেশ করে সেখানে। কিছুক্ষণ পরেই ভিডিওতে দেখা যায় যে দুজন ব্যক্তি থিয়েটারের দরজায় এসে লাল জেরিক্যান থেকে তরল ঢেলে দিতে শুরু করে। তারপর তারা একটি দেশলাই জ্বালিয়ে মাটিতে ছুঁড়ে মারে।

দ্বিতীয় হামলাটি ঘটে এক সপ্তাহ পরে, ২ অক্টোবর। একজন সন্দেহভাজন ব্যক্তি ভোররাত ১টা ৫০ মিনিটে সিনেমা হল ভবনের প্রবেশদ্বার দিয়ে একাধিক রাউন্ড গুলি চালায়। রিপোর্টে দাবি করা হচ্ছে যে এই হামলাগুলি এলাকার খলিস্তানি চরমপন্থীদের সাথে যুক্ত হতে পারে, তবে হ্যাল্টন পুলিশ এই হামলার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টভাবে কিছুই বলেনি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কানাডার আরেকটি থিয়েটার ‘ইয়র্ক সিনেমাস’ ও ভারতীয় সিনেমার প্রদর্শনী সাময়িকভাবে বাতিল করেছে। তারা কর্মী ও দর্শকদের নিরাপত্তাকে কারণ হিসেবে উল্লেখ করেছে। বর্তমান পরিস্থিতিতে কানাডায় ভারতীয় বিনোদন শিল্পের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

তিন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিয়ে সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

সৌদি আরবের সিনেমা উৎসবে আলো ছড়ালেন ঐশ্বরিয়া

১১১ সিনেমা নিয়ে সৌদির চলচ্চিত্র উৎসব শুরু

রাক্ষস’ সিয়ামকে দেখা যাবে ঈদে

দ্বীনের আলোকে চলতে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মৌ

কনাকে নিয়ে কৌতূহলী ভক্তরা

সমকালীন জ্যাজের সাহসী সংমিশ্রণে মুগ্ধ দর্শক

আগুন নিয়ে শ্যুটিং করতে গিয়ে দগ্ধ আরেফিন শুভ

‘রাক্ষস’-এ সিয়ামের নায়িকা ইধিকা নাকি সুস্মিতা!

সৌদিতে চলচ্চিত্র উৎসব, আলো ছড়াবেন ঐশ্বরিয়া