প্রকাশ পেল এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমার নতুন গান ‘বন্ধু কী মন্ত্রণা জানে রে’। গানটি লিখেছেন ও সুর করেছেন দেওয়ান জসীম। গানটিতে সালমার সহশিল্পী সজীব শান। গানটির সংগীতায়োজন করেছেন সাজন খান। আসিফ আহসান গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন।
গানটি নিয়ে সালমা বলেন, ‘সাধারণত যে ধরনের গান আমি গেয়ে থাকি এবং আমার ভক্ত শ্রোতারা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে অভ্যস্ত, এই গানটি ঠিক তেমনি একটি গান। আশা করছি শ্রোতা-দর্শকের ভীষণ ভালো লাগবে। কারণ গানের কথা ও সুর বড় বেশি মায়ায় ভরা। ধন্যবাদ গানের গীতিকার, সুরকার ও সংগীতায়োজককে। ধন্যবাদ গানের মিউজিক ভিডিও নির্মাতাকেও। কারণ যত্ন নিয়েই সব কাজ করা হয়েছে। এই গান ছাড়াও সামনে আমার আরো বেশকিছু নতুন মৌলিক গান আসছে। সেই গানগুলো নিয়েও আমি ভীষণ আশাবাদী।’
এদিকে গত বছর সেপ্টেম্বর মাসে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত সালমা ও শাহীন রানার কণ্ঠে প্রকাশিত ‘বন্ধু মায়ার জাদু জানে’ গানটি প্রকাশিত হয়েছিল। এক বছরের মধ্যে গানটি শ্রোতা-দর্শকের মধ্যে ভীষণ জনপ্রিয়তা লাভ করে। বিশেষ করে গ্রামেগঞ্জে গানটি দারুণ জনপ্রিয়তা পায়। যে কারণে একই চ্যানেলের জন্য ‘পরাণ বান্ধ পরাণে’ শিরোনামের আরো একটি গান গেয়েছেন সালমা। এই গানে তার সহশিল্পী কাজী শুভ। গানটি গত ২ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন তানভীর আহমেদ। সুর করেছেন কাজী শুভ। এই গানটি নিয়েও ভীষণ প্রত্যাশা সালমার।
স্টেজ শো এবং নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘সত্যি বলতে কী এই মুহূর্তে স্টেজ শো দেশজুড়েই অনেক কম। তারপরও আমি স্টেজ শো নিয়ে বেশ ভালো ব্যস্ত আছি। কয়েকদিন আগেই কক্সবাজার স্টেজ শো করে এলাম। সামনে পরপর আরো দুটি স্টেজ শোতে গাইব। এছাড়া নভেম্বর এবং ডিসেম্বরজুড়ে আরো বেশ কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করব। এটা সত্যি যে স্টেজ শোতে সাধারণত ফোক গান, লালনগীতি গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। এর পাশাপাশি যখন আধুনিক গানেরও অনুরোধ আসে, তাও গাওয়ার চেষ্টা করি। তবে সব স্টেজ শোতেই একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই গাইতে হয়। যে কারণে ফোক গান বা লালনগীতিই বেশি গাওয়া হয়ে থাকে। আমি নিজেও স্বাচ্ছন্দ্যবোধ করি। এর মধ্যে বেশকিছু নতুন গানও গেয়েছি। গানগুলো কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে।’