হোম > বিনোদন

সুস্থ আছেন আরশ খান, গুজব না ছড়ানোর অনুরোধ

বিনোদন রিপোর্টার

ছোট পর্দার অভিনেতা আরশ খান। অল্প সময়ের মধ্যে অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন আরশ খান।

ধূমপান নিয়ে সতর্কবার্তা দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেতা। এরপর থেকে তিনি অসুস্থ, তার ফুসফুস শেষের দিকে এমনকি তিনি আইসিইউতে ভর্তি আছেন এমন কিছু তথ্যও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বাধ্য হয়ে মুখ খুলেছেন অভিনেতা। নতুন করে এক পোস্টে আরশ খান জানিয়েছে যে, তিনি সুস্থ রয়েছেন।

পোস্ট দিয়ে এ অভিনেতা লিখেছেন, ‘আমি সুস্থ আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেয়া পোস্টের কারণে যারা আমাকে (আইসিইউ) পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান এমনটা না করার জন্য।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ।’

অপ্রয়োজনীয় গুজব না ছড়ানোর অনুরোধ করে তিনি লিখেছেন, ‘আগের নম্বরই আছে আমার। ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেক্সট করুন, মিডসকল ও চলবে। বাঁচতে হলে জানতে হবে।’

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’