একের পর এক চমক নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সময়টা এখন এমন, শাকিব খান যা-ই করছেন, তা-ই যেন পরিণত হচ্ছে ট্রেন্ডে। হোক তা সিনেমা কিংবা বিজ্ঞাপন। এবার হঠাৎ এই তারকাকে দেখা গেল একসঙ্গে ছয়টি ভিন্ন লুকে, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্তরা।
সদ্যই জনপ্রিয় একটি প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন শাকিব, যা নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া শাকিবের সেসব ছবির মধ্যে যেমন রয়েছে প্রফেসর লুক, তেমনি আছে শুটার থেকে বৃদ্ধের মতো নানা চরিত্রও।
শাকিব খানের সঙ্গে বৃদ্ধ বয়সের গেটআপের দৃশ্যটিতে গ্ল্যামারাসভাবে উপস্থাপন করা হয়েছে প্রিয়াঙ্কা চৌধুরীকে। চলতি বছরের শুরুতেই ‘বর্ষা সুন্দরী অপরূপা’ খেতাবে ভূষিত হন প্রিয়াঙ্কা চৌধুরী। এরপর থেকেই মিডিয়াতে তার কাজের ব্যস্ততা একটু একটু করে বাড়তে থাকে। বিশেষত বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার ব্যস্ততা তার বেড়ে যায়।
এরই মধ্যে বিশ্বসেরা ক্রিকেটার বাংলাদেশের গর্ব শাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেছেন প্রিয়াঙ্কা।
আদনান আল রাজীব নির্মিত এ বিজ্ঞাপনটিতে শাকিব খান প্রিয়াঙ্কাকে উদ্দেশ করে বলেন, ‘মা বল তো নাম্বার ওয়ান কী?’ জবাবে প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, ‘ভিটামিন সি, ভিটামিন সি, ভিটামিন সি’। এই দৃশ্যটিই যেন প্রিয়াঙ্কার মডেল হিসেবে ক্যারিয়ার সামনের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল। কারণ, ইন্ডাস্ট্রিতে শাকিব খান এখন যেমন একটি ফ্যাক্টর, তার সঙ্গে কাজ করাটাও যেন আরো সৌভাগ্যের।
বিজ্ঞাপনে শাকিব খানের সঙ্গে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, ‘সত্যিই পরম সৌভাগ্য যে, আমি শাকিব ভাইয়ার সঙ্গে কাজ করতে পেরেছি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। বিজ্ঞাপনটি নির্মাণের ক্ষেত্রে সবকিছুই শতভাগ পারফেক্ট ছিল। আমি ভীষণ নার্ভাস ছিলাম, নতুন হিসেবে শাকিব ভাইয়ার সঙ্গে কাজ করলেও তিনি ভীষণ সহযোগিতা করেছেন, খুব সুন্দর মনের একজন মানুষ তিনি। আমি সত্যিই ভীষণ পুলকিত। এই বিজ্ঞাপন আমার ক্যারিয়ারের মাইলফলক হিসেবে কাজ করবে বলেই আমার বিশ্বাস।’