হোম > বিনোদন

নাজনীন নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

বিনোদন রিপোর্টার

উদীয়মান তরুণ অভিনেত্রী নাজনীন নীহা। দর্শকের কাছে অল্প সময়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এ অভিনেত্রী। এবার তাকে দেখা যাবে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নতুন রোমান্টিক নাটক 'অ্যারেঞ্জ ম্যারেজে'। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

দুই তরুণ-তরুণীর বিয়ে ঘিরে এগিয়ে যাবে নাটকের গল্প, যেখানে নাজনীন নীহার চরিত্রটিই হবে গল্পের মূল কেন্দ্রবিন্দু। নাজনীন নীহা সাম্প্রতিক সময়ে কয়েকটি কাজেই অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। স্বচ্ছ অভিনয়, স্বাভাবিক সংলাপ, ডেলিভারি এবং পর্দায় উপস্থিতিতে তিনি তরুণ দর্শকের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছেন।

নতুন নাটকটি নিয়ে তার ভক্তদের মধ্যে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নাটকটির নির্মাতা শিহাব শাহীন ‘এক্স ফ্যাক্টর’, ‘ভালোবাসি তাই’, ‘মনফড়িং-এর গল্প’, ‘নীলপরি নীলাঞ্জনা’সহ অসংখ্য জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন। তবে দীর্ঘ কয়েক বছর তিনি নাটক নির্মাণ থেকে প্রায় দূরেই ছিলেন। তাই নতুন নাটকে তার ফেরাও বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

শিহাব শাহীন জানান, গত বছর ‘দাগি’ সিনেমার কাজের সময়ই অ্যারেঞ্জ ম্যারেজের শুটিং করেছিলেন। এখন সেটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। তবে নির্মাতা জানালেন, নাটক নির্মাণে ফেরার পরিকল্পনা তার আপাতত নেই।

তিনি বলেন, ‘আমার পুরো টিম এখনো সিনেমামুখী। একের পর এক সিনেমা ও ওটিটির কাজের জন্যই তৈরি হচ্ছি। যে কারণে নাটক বানানোর সময় হয়তো হবে না। এখন থেকে বড় পরিসরেই কাজগুলো নিয়ে আসছি। তবে নাটকের প্রতি ভালোবাসা শুরু থেকেই ছিল, এখনো রয়েছে।’ একটি ভালো নাটক নির্মাণে যে বাজেট প্রয়োজন, তা সাধারণ নাটক নির্মাণপ্রতিষ্ঠানগুলো বহন করতে পারে কিনা, সেই প্রশ্নও রাখলেন।

শিহাব শাহীন বলেন, ‘আমি যদি প্রয়োজনীয় বাজেট পাই, নাটক বানাতে আপত্তি নেই। কেউ চাইলে আমার নাটক না বানানোর কোনো কারণ নেই।’ এর আগে তার পরিচালনায় সর্বশেষ মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘তোমার জন্য মন’।

মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণ-তরুণীর সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই কাজটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। ‘আগস্ট ১৪’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, ‘দাগি’, ‘সিন্ডিকেট’সহ বেশ কয়েকটি কাজের মাধ্যমে এরই মধ্যে তিনি আলোচিত নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।

এবার অ্যারেঞ্জ ম্যারেজে নাজনীন নীহার উপস্থিতি দর্শকের জন্য নতুন চমক হয়ে আসছে। তার উপস্থিতি ও অভিনয় নাটকটিকে আরো প্রাণবন্ত করবে—এমন প্রত্যাশা নির্মাতা ও দর্শকেরও।

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’