হোম > বিনোদন

আগুন নিয়ে শ্যুটিং করতে গিয়ে দগ্ধ আরেফিন শুভ

বিনোদন রিপোর্টার

অনেকটা গোপনেই চলছিল চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ নামের নতুন একটি সিনেমার শুটিং। বিষয়টি পুরো ইউনিটই গোপন রাখতে চাইলেও তা সম্ভব হলো না, কেননা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে গেছে সিনেমাটির কয়েকটি শুটিং দৃশ্য।

শোনা যাচ্ছে, এই শুটিং সেটেই অগ্নিদগ্ধ হয়েছেন অভিনেতা আরিফিন শুভ। যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি আরিফিন শুভর অবস্থাও স্পষ্ট জানা যায়নি।

তবে কিছু সূত্রের বরাতে দিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যম প্রচার করেছে এই খবর। জানা গেছে, অনেকটা গোপনেই, ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে চলছিল ‘মালিক’ এর শুটিং। আর দুর্ঘটনা ঘটার সঙ্গে এই শুটিংয়ের বিষয়টিও ফাঁস হলো।

জানা গেছে, ‘মালিক’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এ ঘটনা ঘটে আরিফিন শুভর সঙ্গে। সেই দৃশ্যটি মূলত ছিল- তার শরীরের নিচের অংশ ছুঁয়ে সামান্য আগুন চলে যাবে। কিন্তু ক্যামেরা চালু হতেই আগুনের শিখা যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আর মুহূর্তেই তা লেগে যায় শুভর পায়ে। কয়েক সেকেন্ডের মধ্যে শিখা আরো উঁচু হয়ে নায়কের পা দগ্ধ করে দেয়।

তবে ইউনিটের সদস্যরা নাকি জানিয়েছেন, প্রথমে শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তিনি আগুনে ঝলসে কাঁপছিলেন, তবুও থামেননি। কিন্তু আগুন না থামায় একসময় ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন, কিন্তু ততক্ষণে শুভর পা দগ্ধ হয়।

এই ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চাইলেও শুভ নাকি তাকে এক মুহূর্তের জন্যও সুযোগ দেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান, সেই দিনের শুটিং শেষ না করে তিনি ফিরতে চাননি। পায়ে ক্ষত থাকা সত্ত্বেও এখনো তিনি নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনাটি নিয়ে পরিচালকের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর ঘটনাটি কবে ঘটেছে, তাও স্পষ্ট নয়।

কনাকে নিয়ে কৌতূহলী ভক্তরা

সমকালীন জ্যাজের সাহসী সংমিশ্রণে মুগ্ধ দর্শক

‘রাক্ষস’-এ সিয়ামের নায়িকা ইধিকা নাকি সুস্মিতা!

সৌদিতে চলচ্চিত্র উৎসব, আলো ছড়াবেন ঐশ্বরিয়া

বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য বচ্চন পত্নীর

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা জানালেন কনকচাঁপা

নতুন লুকে শাকিব খান, সঙ্গে প্রিয়াঙ্কা

পুরস্কারজয়ী পরিচালককে কারাদণ্ড দিলো ইরান

খুনির সর্বোচ্চ শাস্তির দাবি তাদের

শুরু হলো মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী