রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে গুনী নাট্যনির্মাতা সকাল আহমেদ নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘আবীরের বাড়ি ফেরা’। নাটকটি রচনা করেছেন সেজান নূর। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল। এতে তার বিপরীতে আছেন জ্যোতি ইসলাম, তিনি একজন নবাগত নাট্যাভিনেত্রী যিনি গত এক বছর যাবত নাটকে অভিনয় করছেন।
তন্ময় সোহেল বলেন, ‘সকাল ভাই নিঃসন্দেহে এদেশের নাট্যাঙ্গনের একজন গুনী নির্মাতা। নির্মাতা হিসেবে তিনি একটা ব্র্যান্ড। সকাল ভাইয়ের নির্দেশনায় কাজ করার স্বপ্ন ছিলো। এর আগে একটি নাটকে অভিনয় করেছি। আবীরের বাড়ি ফেরা তার নির্দেশনায় আমার দ্বিতীয় কাজ। এই নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী গল্পের কারণে। এই নাটকে গল্পটাই হচ্ছে আসল হিরো।’
নাটকটির গল্প প্রসঙ্গে সকাল আহমেদ বলেন, ‘আবীর একজন বিদেশ ফেরত ছেলে। দেশে ফিরে সে বিয়ে সাদী করতে চায়। কিন্তু যাকে বিয়ে করতে চায় তার বাবা একসময় জানতে পারে যে বিদেশে থাকা কালীন সময়ে তার বড় ভাইয়ের কাছে পাঠানো টাকা সব বড় ভাই-ই আত্মসাৎ করে ফেলে। যে কারণে আবীর আর বিয়ে করতে পারেনা। যদি নাটকের মূল বার্তা্র কথা বলতে হয় তাহলে বলবো যে যারা বিদেশে আছেন তারা নিজের টাকা নিজের কাছেই রাখুন, নিজের ভবিষ্যতের কথা ভেবে কাউকে অন্ধ বিশ্বাস করে বিদেশ থেকে টাকা পাঠাতেই থাকবেন না।’
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে এস এম আশরাফুল আলম সোহাগ বলেন, ‘পারিবারিক গল্পের নাটক এটি। দর্শক নিজেদের জীবনেরই গল্প খুঁজে পাবেন।’
জ্যোতি ইসলাম বলেন, ‘সকাল ভাইয়ার নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। চেষ্টা করেছি ভালো করার।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন টুনটুন সোবহান, রিমু রোজা খন্দকার, ফাতেমা হীরা, ইসরাত’সহ আরো বেশ কয়েকজন।
নাটকটি শিগগিরই গ্লোবাল টিভিতে প্রচার হবে।