হোম > বিনোদন

আলোচনায় আবেগঘন নাটক ‘বাবাও মানুষ’

বিনোদন রিপোর্টার

বাবাদের সারাজীবনের পরিশ্রম, ত্যাগ আর অব্যক্ত যন্ত্রণাকে কেন্দ্র করে নির্মিত আবেগঘন নাটক ‘বাবাও মানুষ’, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। পরিবারের জন্য সবকিছু বিলিয়ে দেওয়া বাবার অদৃশ্য সংগ্রাম—নাটকটি সেই বাস্তবতাকে নতুনভাবে সামনে এনেছে।

নাটকে দেখানো হয়েছে, যে বাবা একসময় পরিবারকে আগলে রাখেন, বয়স ও সময়ের চাপে ভেঙে পড়লে সেই মানুষটিকেই অনেকে বোঝা ভাবতে শুরু করে। অথচ বাবারা কখনো অভিযোগ করেন না—তাই তাদের কষ্টটাও অনেক সময় চোখের আড়ালেই থেকে যায়। প্রকাশের প্রথম ছয় দিনেই নাটকটি ইউটিউবে ১৯ লাখের বেশি দর্শক ভিউ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে চলছে আলোচনা। ইকসান রনির নির্মাণে নাটকটিতে বাবা চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি, জুনায়েদ বোগদাদী, শিরিন আলম, শেখ স্বপ্না, ফাইজুল কবির রথি, নাহার নওরিন, রকি খান, আর সি অরণ্য, কাঁকন চৌধুরী, আবু রায়হান প্রমুখ।

নির্মাতা ইকসান রনি বলেন, ‘এটা শুধু একটা নাটক না, এটা বাস্তবতা। এটি আমার খুব কাছের ও ভালোবাসার গল্প। যাকে ভেবে গল্পটি লিখেছি, তাকে নাটকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। বাস্তবে সে আর বেঁচে নেই, কিন্তু আমার হৃদয়ে আছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। টেলিভিশনে প্রচারের পর নাটকটি উন্মুক্ত হয়েছে কেএসআই নামের ইউটিউব চ্যানেলে।

প্রকাশ পেল সালমার ‘বন্ধু কী মন্ত্রণা জানে রে’

তৌসিফের ‘ফার্স্ট লাভ’ নীলা

শিল্পকলার মঞ্চে স্বপ্নদলের ‘হেলেন কেলার’

প্রথা ভেঙে একক নাটক নিয়ে মঞ্চে এরশাদ হাসান

মিমের উপস্থিতিতে যাত্রা শুরু ‘হাওর লাইফস্টাইল’-এর

অতীতের ভয়ংকর ট্রমার কথা বললেন এ আর রহমান

৭৫ দেশের ২৫০ ছবি নিয়ে ঢাকায় উৎসব জানুয়ারিতে

কবিতা-গানের মুগ্ধময় সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’

মঞ্চে এলো নতুন একক নাটক ‘ভাসানে উজান’

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে পড়ে আইসিইউতে জামাইকা