হোম > বিনোদন

সন্ত্রাসী তালিকায় সালমান খান, কেন?

বিনোদন রিপোর্টার

এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বলিউড সুপারস্টার সালমান খান। সৌদি আরবের রিয়াধে এক অনুষ্ঠানে বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। ইচ্ছাকৃত ভুল, না কি অজান্তেই এমন বলেছিলেন, তা তোলপাড় গোটা পাকিস্তানজুড়ে। পাক সরকার তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলিউড-এ তারকাকে নিষিদ্ধ ঘোষণাও করেছে। এমনকি সন্ত্রাসবিরোধী সংস্থা তাকে ‘সন্ত্রাসবাদী’ তকমা পর্যন্ত দিয়েছে।

সালমানের এই মন্তব্যের পরে খুশি হয়েছিলেন বেলুচ নেতারা। এমনকি, সালমানকে তাঁরা ধন্যবাদ পর্যন্ত জানিয়েছিলেন।

সালমান খান বলেছিলেন, ‘হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই হবে। এমনকি, তামিল, তেলুগু, মলয়ালি ছবিও এখানে মুক্তি পেলে একশ কোটি টাকার ব্যবসা তো করবেই। কারণ, ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন : বেলুচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।’

মুখ ফস্কে সলমন এই মন্তব্য করেছেন, না কি জেনেবুঝেই বলেছেন, তা নিয়েও দীর্ঘ তরজা চলছে। তবে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি সালমান।

উল্লেখ্য, পাকিস্তান-বেলুচিস্তান বিতর্ক চলছে বহু দিন ধরেই। বেলুচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়। কিন্তু পাকিস্তান সরকারের দাবি, তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বেলুচিস্তান। তাই সালমানের মন্তব্য এই বিতর্কে ঘৃতাহুতির কাজ করেছে।

আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, হদিস মিলছে না সামিরা, ডনের

চলচ্চিত্র পাড়ায় সরব হচ্ছেন হত্যা মামলার আসামি নিপুণ

‘জীবনের ইতি কখন, কোথায় ঘটে কেউ জানে না’

পুরস্কার পেলেন রায়হান রাফি

‘আইয়ুব বাচ্চু মিউজিক অ্যাওয়ার্ড’ চালুর প্রস্তাব

মৃত্যুর আগের দিন যেভাবে কাটান সালমান শাহ

দীঘির নায়ক এবার বাপ্পারাজ

শিল্পকলায় আসছে নোবেলজয়ী নাট্যকারের ‘ডিজায়ার আন্ডার দ্য এলমস’

সালমান শাহর বাসায় সেদিন বোরকা পরে কারা এসেছিল

তানজিন তিশাকে আইনি নোটিশ