হোম > বিনোদন

আল্লামা ইকবালের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণে এক হচ্ছে পাকিস্তান-ইরান

বিনোদন রিপোর্টার

এবার বিশ্বখ্যাত দার্শনিক, চিন্তাবিদ ও কবি আল্লামা মুহাম্মদ ইকবাল–এর জীবন ও দর্শন নিয়ে নির্মাণ হতে যাচ্ছে চলচ্চিত্র। আর এটি পর্দায় তুলে ধরতে এক হতে যাচ্ছে পাকিস্তান ও ইরান। দুই মুসলিম দেশের এই যৌথ উদ্যোগকে দুই জাতির সংস্কৃতিগত বন্ধনের এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং ইরানের গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূতসহ পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ও পিইএমআরএ (ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি)-র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকিস্তান প্রেস এজেন্সি (এপিপি)–এর খবরে বলা হয়েছে, বৈঠকে মন্ত্রী এই প্রস্তাবে আনন্দ প্রকাশ করে বলেন, ‘ইরানি ও উর্দু ভাষায় নির্মিত এমন একটি যৌথ নাটক হবে আমাদের দুই দেশের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক।’

আলোচনায় উঠে আসে ইকবালের চিরন্তন কবিতা ও দর্শন, যা পাকিস্তান ও ইরান- উভয় দেশেই যুগে যুগে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত। সময়ের স্রোত পেরিয়েও তার ভাবনা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

বৈঠকে প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষতা উন্নয়ন, এবং কনটেন্ট বিনিময়সহ পাঁচটি সমঝোতা স্মারক (মওইউ) স্বাক্ষরিত হয়।

এর আগেও আল্লামা ইকবালের জীবনী নিয়ে যৌথ নাটক তৈরির পরিকল্পনার কথা পাকিস্তানের সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছিল। চলতি বছরের ৮ আগস্ট পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রণালয় ইকবালের ১৫০তম জন্মবার্ষিকী (২০২৭) উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, ইরান ইতোমধ্যেই ইকবালের জীবন ও কর্ম নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি একটি উচ্চমানের টেলিভিশন নাটক সিরিজ তৈরিরও পরিকল্পনা রয়েছে।

পাকিস্তানের সাম্প্রতিক যৌথ প্রযোজনার মধ্যে অন্যতম ছিল সালাহউদ্দিন আইয়ুবিকে কেন্দ্র করে নির্মিত ঐতিহাসিক সিরিজ। সেটি তৈরি হয় পাকিস্তানের হুম টিভি ও তুরস্কের সরকারি সম্প্রচার মাধ্যম টিআরটি’র যৌথ উদ্যোগে। ২০২৪ সালে সম্প্রচার শুরু হওয়া এই সিরিজে তুর্কি শিল্পীরা অভিনয় করেছেন। এতে পাকিস্তানি প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন হুমায়ুন সাঈদ ও আদনান সিদ্দিকী।

এছাড়া পাকিস্তানে বর্তমানে নির্মাণাধীন আরেকটি ঐতিহাসিক ধারাবাহিক ফাতিমা জিন্নাহর জীবনকাহিনি নিয়ে। দেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর বোনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাজল আলি। সিরিজটির শুটিং শেষ হলেও মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি।

জানা গেছে, সেই ধারাবাহিকে আল্লামা ইকবালের চরিত্রে অভিনয় করছেন উসমান মুখতার।

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক

ইতিবাচক সাড়া ফেলেছে ‘সম্পর্কের গল্প’