এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। দীর্ঘদিন ধরেই আধুনিক বাংলা সংগীতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। বৈচিত্র্যময় গায়কির কারণে শ্রোতাদের কাছে তিনি সব সময়ই আলাদা। ‘জেন্টলম্যান’ ও ‘রঙ্গিলা হাওয়া’সহ একাধিক মৌলিক গান তাকে এনে দিয়েছে বিশেষ জনপ্রিয়তা। নিয়মিত কাভার গান করেও তিনি আলোচনায় থেকেছেন। তবে অনেকদিন হলো তার নতুন মৌলিক গান প্রকাশ পায়নি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নতুন গান নিয়ে ফিরলেন লুইপা। বিরতির পর লুইপা প্রকাশ করলেন নতুন মৌলিক গান ‘চুড়ি ছাম ছাম’। গত রোববার গানটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লুইপা’তে।
অন্যদিকে লুইপার গান প্রকাশের পর থেকেই তার শ্রোতা-ভক্তরা দারুণ সাড়া দিচ্ছেন। বিশেষ করে ‘হাতে চুড়ি ছাম ছাম বাজে’ লাইনটি শ্রোতাদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে। গানটি লিখেছেন সিফাত আব্দুল্লাহ আবির, সুর ও সংগীত করেছেন তানভীর। গানটির মিউজিক ভিডিওটিও সমান সাড়া ফেলছে।
রাকিব আহমেদ নির্মিত ভিডিওতে মডেল হয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক। তার গ্ল্যামারাস পারফরম্যান্স ভিডিওটিকে আরো আকর্ষণীয় করেছে। প্রকাশের অল্প সময়ের মধ্যেই ভিডিওটি দর্শকের নজর কাড়ছে।
নতুন গানের প্রতিক্রিয়া সম্পর্কে লুইপা জানান, গানটি প্রকাশের পর যে সাড়া পাচ্ছেন, তা তাকে অভিভূত করছে। এটি সম্পূর্ণ ট্রেন্ডি ভাইবের একটি গান। সাজ, প্রেম আর উদ্দাম ছন্দ মিলে গানটি বিশেষ করে ওয়েডিং সিজনে জনপ্রিয় হবে বলে আশা করছেন তিনি। যারা নাচতে ভালোবাসেন, তাদের জন্যও এটি একটি উপযুক্ত গান।
চমকের উপস্থিতি গানটির প্রতি দর্শকের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন লুইপা। দীর্ঘ বিরতির পর নতুন মৌলিক গান প্রকাশ করে লুইপা যেমন স্বস্তি পেয়েছেন, তেমনি ভক্তরাও পেয়েছেন তাদের প্রিয় শিল্পীর নতুন গান।