হোম > বিনোদন

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে রাফীর একক চিত্রকলা প্রদর্শনী

বিনোদন রিপোর্টার

আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’।

গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।

প্রদর্শনীতে শিল্পীর নান্দনিক অঙ্কন ও চিত্রকর্মের এক অনন্য সমাবেশ দেখা যায়, যেখানে ক্লাসিক ও আধুনিক শিল্পধারার এক চমৎকার সংলাপ ফুটে উঠেছে। রাফীর শিল্পকর্মে প্রধানত প্রভাবশালী ইউরোপীয় চিত্রকলার মহান প্রথিতযশা শিল্পীদের ছাপ স্পষ্ট, যেমন- পাবলো পিকাসো, লিওনার্দো দ্যা ভিঞ্চি, মাইকেলাঞ্জেলো বুয়োনারোটি, স্যান্ড্রো বতিচেল্লি, ক্লোদ মোনে, হেনরি মুর। এ ছাড়াও, বাংলাদেশের সুপরিচিত শিল্পী এস.এম. সুলতান, জয়নুল আবেদীন, শফিউদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন আহমেদ-এর কাজ থেকেও তিনি অনুপ্রাণিত। তাঁর সূক্ষ্ম, নিখুঁত পেনসিল ব্যবহার এবং খুঁটিনাটি বিবেচনা শিল্পকে প্রচলিত সীমার বাইরে নিয়ে গিয়ে একটি স্বতন্ত্র ভিজ্যুয়াল ভাষা তৈরি করেছে।

রাফীর কাছে চিত্রকলা একটি বিস্তৃত কল্পনার জগতে প্রবেশের দ্বার। তাঁর কাজ বিশ্বাস, বিজ্ঞান, প্রযুক্তি ও ব্রহ্মাণ্ড বিদ্যার বিভিন্ন দিককে স্পর্শ করে, এবং তাঁর চিন্তাশীল, কল্পনাপ্রবণ ও অন্তর্মুখী মনকে প্রতিফলিত করে। রাফীর শিল্পকর্ম দর্শকদেরকে এমন এক স্থানে নিয়ে যায়, যেখানে কল্পনা, চিন্তাভাবনা ও অনুভূতি একত্রিত হয়ে জীবন্ত হয়ে ওঠে।

সালমান শাহর বাসায় সেদিন বোরকা পরে কারা এসেছিল

তানজিন তিশাকে আইনি নোটিশ

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

৬১-তে ফের বাবা হলেন জেমস

ভক্তদের নিরাশ করবেন না সাবিলা নূর

‘মনপুরা’ নির্মাতার ‘পারফেক্ট ওয়াইফ’

শিক্ষকতার পাশাপাশি অভিনয়ে ব্যস্ত শাহানা

২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলা, আসামি যারা

নওশাবার নাটক ‘দ্বিতীয় বিয়ের পর’