হোম > বিনোদন

আলোচনায় বৃষ্টি-বাসার

বিনোদন রিপোর্টার

এ প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানিয়া বৃষ্টি। বছরের শুরুতেই দর্শকের জন্য উপহার দিয়েছেন ‘সাইফুল লাইব্রেরি’ শিরোনামের একটি নাটক। অপূর্ণ রুবেলের রচনায় ও রুবেল আনুশের নির্মাণে নাটকটি গত ৩১ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হয়। নতুন ইংরেজি বছর ২০২৬-এর শুরুতেই নাটকটি দর্শক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নাটকটি প্রকাশের মাত্র ১১ দিনের মধ্যেই ১১ লাখের বেশি ভিউ অতিক্রম করেছে। প্রচলিত ঘরানার বাইরে থাকা গল্পের কারণে সাইফুল লাইব্রেরি আলাদা করে দর্শকের নজর কেড়েছে। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানিয়া বৃষ্টি। এর আগে সর্বশেষ এ দুই শিল্পী সাগর জাহানের নির্দেশনায় ‘চাবিওয়ালা’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন। যদিও ভিউয়ের দিক থেকে নাটকটি খুব বেশি সাড়া পায়নি, তবে গল্প ও অভিনয়ের জন্য দর্শকের প্রশংসা পেয়েছিল। সে ধারাবাহিকতায় সাইফুল লাইব্রেরি নাটকটিও দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে।

নাটকটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি আর বাসার এর আগে চাবিওয়ালা নাটকে অভিনয় করার পর অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। বেশ কিছুদিন বিরতির পর যখন আমাদের নতুন নাটক হিসেবে সাইফুল লাইব্রেরি প্রকাশ পেল, তখন দর্শকের কাছ থেকে আরো বেশি সাড়া পাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘সাইফুল লাইব্রেরির গল্পটা একেবারেই অন্যরকম। এ কারণেই দর্শকের ভালো লাগছে। দিন দিন এ নাটকের প্রতি দর্শকের ভালোবাসা বাড়ছে। এখন দর্শক ভালো গল্পের নাটকই দেখতে চায়। আর আমি নিজেও ভালো গল্প ছাড়া কাজ করতে চাই না।’

অন্যদিকে খায়রুল বাসারও সাইফুল লাইব্রেরি নাটকটির দর্শকপ্রিয়তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ভিন্নধর্মী গল্পের নাটক হলে দর্শক যে গ্রহণ করে, সাইফুল লাইব্রেরি তার প্রমাণ। দর্শকের এ ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

আমরা একসাথে একটি সুন্দর অধ্যায়ে প্রবেশ করছি: রাফসান

শুরু হলো ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব’

বড় পর্দার ‘প্রেশার কুকার’-এ মারিয়া শান্ত

আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান

চলছে শিল্পী রাসেল চৌধুরীর একক শিল্পকর্ম প্রদর্শনী

বঙ্গে আসছে ‘কাঁটা-২’

মুক্তি পেল রঙবাজার-এর ট্রেলার

লুৎফর হাসানের গানের জোট

সালমান শাহ হত্যা মামলা নিয়ে আবারও জটিলতা

স্থগিত হওয়া ফরিদা পারভীনের স্মরণ অনুষ্ঠান আগামীকাল